• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
শোবিজে করোনার থাবা

প্রতীকী ছবি

শোবিজ

শোবিজে করোনার থাবা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৯ এপ্রিল ২০২১

শোবিজ অঙ্গনের অনেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ তালিকায় রয়েছেন বরেণ্য অভিনেতা-নির্মাতা আবুল হায়াত, প্রখ্যাত গীতিকার ও চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ার, অভিনয়শিল্পী এস এম মহসীন, নায়ক ফারুক, অভিনেত্রী-নির্মাতা আফসানা মিমি, গাজী রাকায়েত, চিত্রনায়ক রিয়াজ, শামীমা তুষ্টিসহ অনেকেই। নতুনভাবে আক্রান্ত হয়েছেন অনেকেই।

অবস্থার অবনতি, কবরীকে নেওয়া হলো আইসিইউতে

করোনায় আক্রান্ত দেশবরেণ্য অভিনেত্রী ও নির্মাতা কবরীর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। ফলে হাসপাতাল পরিবর্তন করে গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটায় তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কবরীর ব্যক্তিগত সহকারী এ কে এম নূর উদ্দিন সরকার।

এর আগে করোনা টেস্টে ফলাফল পজিটিভ এলে গত ৫ এপ্রিল রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হোন কবরী।  সেখানে তাকে ২৪ ঘণ্টা অক্সিজেন সাপোর্টে রাখার পরামর্শ দেন ডাক্তাররা। সেভাবেই তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হচ্ছিল। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার ভোরে তার অবস্থার অবনতি ঘটলে দ্রুত আইসিইউতে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

ব্যক্তিগত সহকারী এ কে এম নূর উদ্দিন বলেন, ‘ম্যাডামের  শারীরিক অবস্থা নিয়ে আমরা ভীষণ চিন্তিত। শেষ রাত থেকে তার অক্সিজেন লেভেল বেশ ওঠানামা করছিল। চিকিৎসকরা আইসিইউতে নিতে বললেও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আইসিইউ বেড খালি ছিল না। পরে গতকাল বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটে তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সবাই ম্যাডামের জন্য দোয়া করবেন।’

বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন চয়নিকা চৌধুরী

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী। গত ৫ এপ্রিল তার কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর চয়নিকার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেন। এ নির্মাতা বলেন, ‘আপাতত ভালো আছি। শুধু সর্দি আছে। এছাড়া জ্বর, কাশি, মাথাব্যথা বা শ্বাসকষ্ট নেই। আগামীকাল চেস্ট স্ক্যান করাবো। তারপর বুঝতে পারব কী অবস্থা। সবাই আমার জন্য দোয়া করবেন।’ এভার কেয়ার হাসপাতালের ডা. আয়াজের তত্ত্বাবধানে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন চয়নিকা চৌধুরী। প্রতিদিন চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখছেন।

করোনায় আক্রান্ত সেলিম-রোজী দম্পতি

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী। করোনা শনাক্তের পর চিকিৎসকদের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছেন তারা। গতকাল বৃহস্পতিবার শহীদুজ্জামান সেলিম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত মাসের শেষের দিকে কিছুটা জ্বর, ঠান্ডা ও হাঁচি-কাশি ছিল অভিনেত্রী রোজী সিদ্দিকীর। এরপর ১ এপ্রিল কিছুটা অসুস্থতা অনুভব করেন শহীদুজ্জামান সেলিম। অসুস্থতা বাড়তে থাকলে পরের দিন তারা দুজনেই নমুনা পরীক্ষা করান। ফলাফল পজিটিভ আসে দুজনেরই।

শহীদুজ্জামান সেলিম বলেন, ‘ডাক্তার বলেছেন, বাসায় বসে ঠিকমতো প্রয়োজনীয় ওষুধ সেবন করলেই হবে। এর মধ্যে যদি কোনো জটিলতা দেখা দেয়, তাহলে জরুরি ভিত্তিতে হাসপাতালে যেতে হবে। এ নিয়ে চিন্তা করতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি স্বাভাবিক খাবার ও প্রোটিন বেশি খেতে বলেছেন।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads