• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
পলাশের স্বপ্নপূরণ

সংগৃহীত ছবি

শোবিজ

পলাশের স্বপ্নপূরণ

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১১ এপ্রিল ২০২১

এ সময়ের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। অভিনয়ের ভিন্নতা ও নিজস্ব উপস্থাপনা দিয়ে দর্শকদের মন আগেই জয় করেছেন তিনি। এবার ক্যারিয়ারের সফলতায় নতুন এক পালক যুক্ত হলো। দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে দেখা যাবে পলাশকে। খবরটি সামাজিক মাধ্যমে পোস্ট করে নিশ্চিত করেছেন তিনি নিজেই। অভিনেতা লেখেন, ‘আমি থাকছি এবারের ঈদের ইত্যাদিতে। ছোটবেলা থেকেই ইত্যাদি মানেই ঘরে ছিল একটা উৎসব। এখনো তাই। একরাশ নস্টালজিয়া জড়িয়ে আছে এই ইত্যাদি ঘিরে। সেই অনুষ্ঠানটির অংশ হতে পেরে গর্বিত আমি। কৃতজ্ঞতা হানিফ সংকেত ভাইয়ের প্রতি।’ এরই মধ্যে ‘ইত্যাদি’র শুটিংয়ে অংশ নিয়েছেন পলাশ। তিনি বলেন, ‘ইত্যাদির মতো অনুষ্ঠানে অংশ নিতে পারা আমার ক্যারিয়ারের অন্যতম সফলতা। প্রথমে হানিফ সংকেত ভাইয়ের প্রধান সহকারী আমাকে ফোন দেয়। এরপর তার সঙ্গেও কথা হয়েছে। অনুষ্ঠানে একটি নাট্যাংশে আমি অভিনয় করেছি।’ চলতি সময়ে ব্যস্ত অভিনেতা পলাশ। একের পর এক নাটকে দেখা যাচ্ছে তাকে। বিশেষ করে ‘ব্যাচেলর পয়েন্টে’ অভিনয় দিয়ে তিনি ক্যারিয়ারের ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। এটি পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। বর্তমানে চলছে ব্যাচেলর পয়েন্টের তৃতীয় সিজন। এতে আরো অভিনয় করছেন মারজুক রাসেল, মিশু সাব্বির, সাবিলা নূর প্রমুখ। নাটকটি প্রচার হচ্ছে ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে। ‘ট্যাটু’ নাটকে চাপাবাজির দৃশ্যে অভিনয় করেই দর্শকদের সামনে আসেন জিয়াউল হক পলাশ। তখন থেকেই তার ‘চাপাবাজি’র অভিনয়কে বেশ পছন্দ করতে শুরু করেন দর্শক। নোয়াখালী জেলার আঞ্চলিক ভাষায় চাপাবাজি দিয়ে দর্শকদের কাছে পরিচিতি পান এ তরুণ। তার দাবি, তিনি অভিনয়ের প্রতি অনেক মনোযোগী। প্রতিটি নাটকে অভিনয়ের সময় ভাবেন এটাই তার জীবনের শেষ দৃশ্য। সেভাবেই তিনি নিজের সবটা দিয়ে অভিনয় করার চেষ্টা করেন। এমনকি প্রতিটি দৃশ্যে ফুটিয়ে তোলার জন্য চিত্রনাট্যের বাইরে নিজে থেকে অনেক কিছু যোগ-বিয়োগ করেন এ শিল্পী। অভিনয়ের সময় তার পুরো মনোযোগ থাকে কীভাবে ভালোভাবে শেষ দৃশ্যটি শেষ করবেন, সেদিকে।

মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন পলাশ। কাজ করেছেন ইশতিয়াক আহমেদের সঙ্গে। অভিনয়ের পাশাপাশি এখনো নিয়মিত প্রতি মাসে একটি করে নাটক বানান তিনি। তিনি অভিনয় থেকে নির্মাণ করতেই বেশি ভালোবাসেন। তিনি বলেন, ‘দিন শেষে নির্মাতাই আমার আসল পরিচয়।

আমি খুব বেশি অভিনয় করতে চাই না। এমন কিছু নির্মাতার সঙ্গে কাজ করি, তাদের না করতে পারি না। সবাই পরিচিত কাছের ভাই। গুছিয়ে নাটক নির্মাণ করতে আমার ভালো লাগে।’

ভক্তরা বেশির ভাগ সময় পলাশকে ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকটির সংলাপ শোনাতে অনুরোধ করেন। আঞ্চলিক ভাষায় অভিনয় প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ‘অনেকে মনে করে আমি আঞ্চলিক ভাষায় বেশি অভিনয় করি, কিন্তু এটা ঠিক নয়। আমি শুধু ব্যাচেলর পয়েন্ট ছাড়া অন্য নাটকে আঞ্চলিক ভাষায় কথা বলি না। এই নাটকের ভিডিও ক্লিপগুলো অনলাইনে ছড়িয়ে যাওয়ার কারণে এটা দর্শকদের মনে হতে পারে।’ ভবিষ্যতে গল্প ও চরিত্রে বৈচিত্র্য আনতে চান এ শিল্পী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads