• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
প্রেমিক প্রফেসর মারজুক রাসেল

সংগৃহীত ছবি

শোবিজ

প্রেমিক প্রফেসর মারজুক রাসেল

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৩ এপ্রিল ২০২১

জনপ্রিয় গীতিকার ও অভিনেতা মারজুুক রাসেল। একজন কবি হিসেবেও সমাদৃত তিনি। সম্প্রতি অভিনয় করলেন ভিন্ন একটি চরিত্রে। এনটিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘হাউস নং ৯৬’-এ যুক্ত হয়েছেন অভিনেতা মারজুক রাসেল। সম্প্রতি রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে শুটিংও শেষ করেছেন তিনি। নাটকটিতে মারজুক হাজির হবেন একজন প্রেমিক অধ্যাপক হয়ে।

নির্মাতা মাহমুদুর রহমান হিমি বলেন, ‘ধারাবাহিকভাবে আমাদের এই ধারাবাহিক নাটকে ছোটপর্দার সব তারকা অভিনয় করবেন। সেই ধারাবাহিকতায় এবার যোগ দিলেন মারজুক রাসেল। তিনি আমার হাউসে হাজির হচ্ছেন বাংলার একজন অধ্যাপক হিসেবে। সেইসঙ্গে তিনি একজন প্রেমিক পুরুষও। এর আগে মারজুক ভাইকে এমন চরিত্রে দেখা যায়নি। খুব দ্রুতই তার পর্বগুলো প্রচার হবে। আশা করি, নতুন এই মারজুক রাসেলকে দর্শকের খুব ভালো লাগবে।’

ইব্রাহিম চৌধুরী আকিবের চিত্রনাট্য রচনায় নাটকটির গল্পভাবনা ও পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। নাটকটি প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হচ্ছে এনটিভিতে। মারজুক রাসেলের জন্ম ১৫ আগস্ট। তিনি বড় হয়েছেন  খুলনার দৌলতপুরে। মারজুক মাদরাসার অষ্টম শ্রেণিতে পড়ার সময় কবিতা লিখতে শুরু করেছিলেন। তার প্রথম কবিতা খুলনা থেকে স্থানীয় একটি ম্যাগাজিন ‘জনবার্তা’তে প্রকাশিত হয়েছিল। তারপরে ধীরে ধীরে বিভিন্ন সংবাদপত্র ও ম্যাগাজিনে ফ্রিল্যান্স লেখা শুরু করেন।

মারজুক রাসেলের প্রথম প্রকাশিত কাব্যের শিরোনাম ‘শান্টিং ছাড়া সংযোগ নিষিদ্ধ’। এরপর ‘চাঁদের বুড়ির বয়স যখন ষোলো’, ‘বাঈজি বাড়ি রোড’ এবং ‘ছোট্ট কোথায় টেনিস বল’ নামে তার তিনটি কবিতার বই প্রকাশিত হয়েছে। মারজুক রাসেল গীতিকার হিসেবে জনপ্রিয়তা পান। তার লেখা বহু গান জেমসের কণ্ঠে শ্রোতানন্দিত হয়েছে। এ ছাড়া আসিফ আকবরসহ আরো অনেক তারকা শিল্পী তার গানে কণ্ঠ দিয়েছেন। ২০০৪ সালে ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ের সূচনা করেন। প্রথম ছবিতেই তিনি অভিনেতা হিসেবে ব্যাপক প্রশংসা পান। টেলিভিশনে তার আত্মপ্রকাশ ঘটেছিল মোস্তফা সরওয়ার ফারুকী পরিচালিত ‘আয়না মহল’ টিভি নাটকের মাধ্যমে। তিনি একাধিক মিউজিক ভিডিওতেও কাজ করেছেন। বর্তমানে ব্যাচেলার পয়েন্ট নাটকে নিজের ঝলক দেখাচ্ছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads