• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
মা-মেয়ের সম্পর্কের গল্প

অভিনেত্রী ঋতুপর্ণা

সংরক্ষিত ছবি

টালিউড

কালার্স অব লাইফ

মা-মেয়ের সম্পর্কের গল্প

  • প্রকাশিত ১২ জুলাই ২০১৮

রামিজ আলি আহমেদ, কলকাতা থেকে

প্রকাশ ভরদ্বাজ বলিউডের অতি পরিচিত এক নাম। আমির খানের বেশিরভাগ ছবির অভিনেতাদের তালিম দিয়েছেন তিনিই। ‘দঙ্গল’, ‘রঙ দে বাসন্তী’, ‘ধোবিঘাট’, ‘তালাশ’-এর মতো বহু উল্লেখযোগ্য ছবির সঙ্গে জড়িয়ে আছে তার নাম। সম্প্রতি মুক্তি পেয়েছে প্রকাশ ভরদ্বাজ পরিচালিত ‘কালার্স অব লাইফ’ ছবিটি।

বর্তমান পরিবর্তনশীল সময়ে মা-মেয়ের সম্পর্কের গল্প বুনেছেন পরিচালক। গল্পের খোলস মোটেই ছড়ানো যাবে না। তবে পরিচালক ছবিতে যে গল্প বলেছেন তা বর্তমান সময়ে অতি প্রাসঙ্গিক একটি বিষয়। ছবিতে মায়ের ভূমিকায় আছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং মেয়ের ভূমিকায় পায়েল রায়। ছবিতে সম্পর্কের সূক্ষ্ম দিকগুলো অতি নিপুণভাবে দর্শকের সামনে তুলে ধরেছেন পরিচালক। এতে ঋতুপর্ণা সেনগুপ্তের চরিত্রে অনেক শেডস রয়েছে। একজন মায়ের চরিত্রের বিভিন্ন দিক ফুটে উঠেছে তার চরিত্রের মধ্য দিয়ে। প্রতিটি চরিত্র অতি দক্ষতার সঙ্গে সামলেছেন ঋতুপর্ণা।

তার মেয়ের ভূমিকায় পায়েল রায় নজর কেড়েছেন। পায়েলের ছোটবেলার চরিত্রে শিশুশিল্পী ঋতিষাও দারুণ অভিনয় করেছে। রাজা নারায়ণ দেবের সঙ্গীত ছবির গল্পকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। ঋতুপর্ণার স্বামীর চরিত্রে প্রিয়াংশু চরিত্র অনুযায়ী যথাযথ। কৌশিক সেনের চরিত্রটিও ছবিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ছবিটির বক্স অফিস কালেকশন যাই হোক না কেন, এ রকম একটি গল্প নিয়ে ছবি উপহার দেওয়ার জন্য প্রকাশ ভরদ্বাজ অবশ্যই ধন্যবাদ পাওয়ার দাবি রাখেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads