• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
'উৎসব' এবার আবুধাবিতে

'উৎসব' এর এবারের কুশীলবরা

ছবি : ইন্টারনেট

টালিউড

'উৎসব' এবার আবুধাবিতে

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১৪ ডিসেম্বর ২০১৮

বাংলা আর বাঙালির টান চিরন্তন। তাই পৃথিবীর যে প্রান্তে যাওয়া যাক না কেন বাঙালির দেখা মেলে সর্বত্র। সুদূর আফ্রিকার বাসিন্দা থেকে অস্ট্রেলিয়ার নাগরিক দুর্গা পুজা দেখতে সকলেই অভ্যস্ত। সেই সঙ্গে সকলেই পরিচিত হন বাঙালি সংস্কৃতির সঙ্গে। শুধু তাই নয়। বিদেশের নানা স্থানে প্রতি বছর হয় বঙ্গ সম্মেলন। বাঙলার শিল্পীদের অনুষ্ঠান থেকে শুরু করে বেচাকেনা, খাওয়া দাওয়া সব থাকে। বলা যায় বিদেশের মাটিতে ছড়িয়ে থাকা বাঙালিদের সবচেয়ে বড় কার্নিভ্যাল। সেই সম্মেলন এবার হতে চলেছে আবুধাবিতে। এই প্রথমবার সেখানকার বাঙালি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হতে চলেছে 'উৎসব'।

উৎসবের তরফে জয়দীপ চক্রবর্তী জানালেন, ‘ওখানকার হলে হিন্দি ছবি দেখানো হয়, দক্ষিণের ছবি দেখানো হয়। কিন্তু বাংলা ছবি দেখানো হয় না। দেসে আসলে তবে একটা দু’টো বাংলা ছবি দেখা হয়। এছাড়াও আমাদের ছেলেমেয়েদের মধ্যে সেই টানটা কমে আসছে। বাংলার সঙ্গে সঠিক যোগসূত্র তৈরি হচ্ছে না। সবকিছু মাথায় রেখেই আমরা এ বছর থেকে উৎসব শুরু করলাম’।

এই অনুষ্ঠানের প্রধান অতিথি ঋতুপর্ণা সেনগুপ্ত, রঞ্জিত মল্লিক এবং কোয়েল মল্লিক। বিশেষ আলোচনায় উপস্থিত থাকবেন অরিন্দম শীল। সমগ্র অনুষ্ঠান সঞ্চানলায় থাকবেন মীর। এছাড়াও অব্যক্ত, আহারে, বিজয়া এই তিনটি সিনেমাও দেখানো হবে। এ রকম অনুষ্ঠানে হাজির থাকতে পেরে খুশি ঋতুপর্ণা। তার কথায়, 'বাংলা সিনেমাকে নিয়ে যতদূর যেতে হবে আমি যাব'।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads