• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
ক্লিভেজ দেখানো নিয়ে অস্বস্তি নেই সায়ন্তনীর

স্বল্পবসনা সায়ন্তনী গুহঠাকুরতা

ছবি : ইন্টারনেট

টালিউড

ক্লিভেজ দেখানো নিয়ে অস্বস্তি নেই সায়ন্তনীর

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ২৮ ডিসেম্বর ২০১৮

জানালেন ক্লিভেজ দেখানো নিয়ে আর অস্বস্তি নেই তার। বরং আত্মবিশ্বাসী সায়ন্তনী গুহঠাকুরতা জানালেন আগামী বছরের নতুন কাজের খবর। সম্প্রতি তার তামিল ছবির পোস্টার মুক্তি পেয়েছে। নতুন বছরে সেই ছবি মুক্তি পাচ্ছে। ছবিতে তিনি সুন্দরী, সেক্সি ভূত! সায়ন্তনী বলেন,‘আসলে তামিল ছবি করতে গিয়েই ক্লিভেজ দেখানো বা শরীর নিয়ে সংকোচ কেটে গিয়েছে আমার। আগে ধারাবাহিকে অভিনয় করতাম। একটু হেভি ছিলাম। শরীর নিয়ে আলাদা কিছু ভাবিনি। কিন্তু তামিল ছবিতে ওই খোলামেলা পোশাক পরে মনে হয়েছিল আরো রোগা হতে হবে।’

সেখান থেকেই শুরু। তারপর পাটায়ায় গিয়ে যখন টু-পিস পরে একের পর এক ছবি দিয়ে ইন্সটাগ্রাম ভরিয়ে দিচ্ছেন বলতেই তিনি বললেন, ‘এটা একরকমভাবে নিজেকে আবিষ্কার বলতে পারেন। আমি জিম করে ষোলো ঘণ্টা না খেয়ে যেভাবে পরিশ্রম করেছি সেটার কথা একবার ভাবুন। নিজের শরীরকে দেখতে যদি এত ভাল লাগে, সেটা যদি আমার প্লাস পয়েন্ট হয়, আমি কেন দেখাবো না বলুন তো? আমি তো একজন অভিনেত্রী! আমাকে তো প্রকাশ করতে হবে। আমি অবশ্যই গল্পের খাতিরে এমন কোনো চরিত্রে অভিনয় করতে পারি যেখানে শরীর নিয়ে আমার কোনো সংকোচ থাকবে না!’

তার জীবনে ক্রিস্টমাসের কেক নেই। নবমীর মাংস নেই। এমনকি বছরের শেষ রাতের পার্টির পেট-ভোজন নেই। তিনি নিজেকে প্রস্তুত করছেন কাজের জন্য। তিনি বলেন, ‘প্লিজ একটা কথা লিখবেন। এত খোলামেলা ছবি শুট করেছি নিজের আনন্দে। চরিত্র কিন্তু এভাবে পাওয়া যায় না। তাহলে এত কিছু করে আবার সিরিয়াল করতাম না এখন।’

সদ্য একটি বাংলা ছবিতে কাজ করার কথা হলেও সেটা হয়ে ওঠেনি। তার কথায়, ‘ওই ছবির জন্য একটি চ্যানেলের লিড নেগেটিভ চরিত্র করা হল না। যাক গে এ সব ইন্ডাস্ট্রিতে হতেই থাকে। তবে ফেব্রুয়ারিতে একটা ভাল খবর দেব।’ হাতে আছে একটা শর্ট ফিল্মের কাজ। আর জয়া এহসানের সঙ্গে অর্ণব পালের পরিচালনায় আসছে তার ছবি ‘বৃষ্টি তোমাকে দিলাম’।

কিন্তু এই স্বল্পবাসের শুট নিয়ে লোকে তো নানা কথা বলবে বলতেই তার সোজাসাপটা জবাব, ‘শরীর সৌন্দর্যের। নান্দনিকতার। কেউ চাইলেই এরকম শুট করতে পারে। বিকিনি বা স্বল্পবসনে শুট কোনো নতুন কিছু নয়। আমরা ন্যুডিটি নিয়ে এবার একটু বড় হলেও তো পারি।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads