• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ভ্রমণপিপাসু সায়ন্তনী

সায়ন্তনী গুহঠাকুরতা

ছবি : ইন্টারনেট

টালিউড

ভ্রমণপিপাসু সায়ন্তনী

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ৩১ জানুয়ারি ২০১৯

টলিউড অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতার আরো একটি পরিচয় পাওয়া গেছে। পরিচয়টি নিশ্চিতও হওয়া গেছে তার সামাজিক যোগাযোগমাধ্যম ঘুরে। প্রচুর ঘুরতে ভালোবাসেন এ অভিনেত্রী। কাজের ফাঁকে সুযোগ পেলেই ঘুরতে চলে যান সায়ন্তনী। এ জন্য কাছের মানুষরা তার নতুন নাম দিয়েছে— ভ্রমণ পিপাসু সায়ন্তনী।

ভারতের বিভিন্ন প্রদেশে ঘুরে বেড়িয়েছেন এ অভিনেত্রী। দেশের বাইরে একাধিকবার ঘুরতে গেছেন তিনি। সম্প্রতি গোয়া ঘুরে এসেছেন সায়ন্তনী। ফিরেই ওপার বাংলার একটি প্রভাবশালী দৈনিকের কাছে শেয়ার করেছেন ভ্রমণের অভিজ্ঞতাসহ বিভিন্ন বিষয়। এক প্রশ্নের জবাবে সায়ন্তনী বলেন, ‘এই প্রথমবার নয়। গোয়ার সৌন্দর্য্য এতটাই টানে যে, এই নিয়ে মোট নয়বার গোয়া ঘুরেছি। কিন্তু এবারের গোয়া দর্শন আমার কাছে একটু স্পেশাল।’

কেন এবার স্পেশাল? উত্তর জানালেন সায়ন্তনী নিজেই। আলাপকালে তিনি জানান, একা ঘুরতে পছন্দ করেন সায়ন্তনী। পরিবার, বন্ধু-বান্ধবের সঙ্গে গোয়া ঘুরেছেন একাধিকবার। কিন্তু এবার প্রিয় বান্ধবীকে সঙ্গে নিয়ে ঘুরেছেন তিনি। তাই এবারের গোয়া দর্শন তার কাছে স্পেশাল। সায়ন্তনী বলেন, ‘বান্ধবীর সঙ্গে গোয়ার নতুন কিছু স্পট ঘুরেছি। তার মধ্যে নর্থ গোয়ার কেরি বিচের সৌন্দর্য কলকাতা ফিরেও ভুলতে পারছি না। বাগা বিচ রোডে শপিং, ক্যান্ডোলিম বিচ, রেইজ ম্যাগোজসহ বিভিন্ন পুরনো জায়গাগুলো ঘুরেও আলাদা স্বাদ পেয়েছি।’ ভ্রমণে নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে সায়ন্তনী বলেন, ‘সমাজ এখন অনেকটাই পরিণত। মেয়েরা যদি রকেট চালাতে পারে, তা হলে তাদের আর গোয়া ঘুরতে যাওয়ার জন্য কোনো পুরুষের প্রয়োজন নেই।’

এদিকে, রুদ্রনীল ঘোষের নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন সায়ন্তনী গুহঠাকুরতা। এসভিএফ প্রযোজিত এ ছবিটি পরিচালনা করবেন পথিকৃৎ বসু। ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে সায়ন্তনীকে। তার চরিত্রের নাম মারিয়া। মারিয়া মেডিকেল কলেজের শিক্ষার্থী। ছবিটি সম্পর্কে রুদ্রনীল বলেন, ‘এ ছবি ছোট্ট এক অঞ্চল থেকে আসা এক মানুষের ভালোবাসার ছবি। এই ভালোবাসাই তাকে আবার ছোট অঞ্চলে ফিরিয়ে দেয়। ছবিতে চরিত্রের প্রয়োজনেই সায়ন্তনীকে কাস্টিং করা হয়েছে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads