• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

ছবি : সংগৃহীত

টেলিযোগাযোগ

এক মাসে ইন্টারনেট গ্রাহক বেড়েছে ২৩ লাখের বেশি

বেড়েছে মোবাইল গ্রাহকও

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৩ এপ্রিল ২০১৮

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশে ইন্টারনেট গ্রাহক বেড়েছে ২৩ লাখ ১২ হাজার। এর ফলে বর্তমানে দেশে ইন্টারনেট গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৩১ লাখ ৪১ হাজারে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রকাশিত সবশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিটিআরসির হিসাব অনুযায়ী, বর্তমানে মোবাইল ইন্টারনেট গ্রাহকসংখ্যা ৭ কোটি ৭৪ লাখ ৯৫ হাজার। প্রায় ৫৫ লাখ ৬০ হাজার গ্রাহক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) এবং পিএসটিএনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন। এ সংখ্যা জানুয়ারি মাসের তুলনায় বেড়েছে দুই লাখ ১৫ হাজার।

অন্যদিকে কমেই চলেছে ওয়াইম্যাক্স ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। জানুয়ারি মাস শেষে ওয়াইম্যাক্স গ্রাহকের সংখ্যা ৮৮ হাজার থাকলেও ফেব্রুয়ারি মাস শেষে এ সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ হাজারে।

এদিকে ইন্টারনেট গ্রাহকের পাশাপাশি বেড়েছে মোবাইল গ্রাহকসংখ্যাও। জানুয়ারি মাস শেষে দেশে মোট মোবাইল গ্রাহকসংখ্যা ছিল ১৪ কোটি ৭০ লাখ। ফেব্রুয়ারি মাসে এ সংখ্যা বেড়েছে ১৭ লাখ ৬৯ হাজার। বর্তমানে মোবাইল গ্রাহকসংখ্যা ১৪ কোটি ৮৭ লাখ ৬৯ হাজার।

বিটিআরসির দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে গ্রামীণফোনের গ্রাহকসংখ্যা ৬ কোটি ৬৪ লাখ ৬৬ হাজার। রবি আজিয়াটার গ্রাহক আছে ৪ কোটি ৫৫ লাখ ৯৫ হাজার এবং বাংলালিংকের ৩ কোটি ২৭ লাখ ২০ হাজার। তবে অন্য অপারেটরগুলোর গ্রাহক বাড়লেও জানুয়ারি মাসের তুলনায় ৫ লাখ ৬৫ হাজার গ্রাহক হারিয়েছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক। ফেব্রুয়ারি মাস শেষে অপারেটরটির গ্রাহকসংখ্যা ৩৯ লাখ ৮৮ হাজার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads