• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

প্রতীকী ছবি

টেলিযোগাযোগ

দুই মাসে ফোরজি ব্যবহারকারী ২৫ লাখ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৬ এপ্রিল ২০১৮

ফোরজি ইন্টারনেট সেবা চালু হওয়ার দুই মাসেই সারা দেশে এর ব্যবহারকরীর সংখ্যা ২৫ লাখ ছাড়িয়ে গেছে। গ্রামীণফোন এবং রবির ১০ লাখ করে এবং বাংলালিংকের ৫ লাখ ফোরজি গ্রাহক হয়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট অপারেটরগুলোর শীর্ষস্থানীয় কর্মকর্তারা। গতকাল বুধবার অপারেটরগুলো এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়।

চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি টেলিটকসহ এই তিন বড় অপারেটর একসঙ্গে ফোরজির লাইসেন্স পায়। ওই দিন সন্ধ্যায়ই দেশে ফোরজি নেটওয়ার্ক চালু করে দেয় গ্রামীণফোন, বাংলালিংক এবং রবি।

গ্রামীণফোন ইতোমধ্যে দেশের ৮টি বিভাগীয় শহরসহ কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়ার কিছু এলাকায় ফোরজি নেটওয়ার্ক চালু করেছে। বর্তমানে আরো কিছু জায়গায় এই নেটওয়ার্ক চালুর প্রক্রিয়ায় আছে। বাংলালিংকও কিছুদিন আগেই দেশের আটটি বিভাগ ও দুটি জেলা শহরের ৪০০ টাওয়ার ফোরজি নেটওয়ার্কের আওতায় এনেছে।

রবি বলছে, তারা ফোরজি লাইসেন্স পাওয়ার এক রাতের মাথায় দেশের ৬৪ জেলায় ফোরজি সেবা চালু করে ফেলেছে। তবে রাষ্ট্রীয় মোবাইল অপারেটর কোম্পানি টেলিটক এখনো ফোরজি চালু করতে পারেনি। সম্প্রতি অপারেটরটি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিকে জানিয়েছে তারা আগামী আগস্টের মধ্যে ফোরজি সেবা চালু করবে।

টেলিটকের নিজস্ব অর্থায়নেই বিভাগীয় শহরে ফোরজি সেবা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ১১০০টি সাইটে ফোরজি ‘ই-নোড বি’ স্থাপন করা হবে। এই সেবা চালু করার লক্ষ্যে বর্তমান ব্যাকবোন ট্রান্সমিশন নেটওয়ার্ককে সম্প্রসারণ করা হবে।

উল্লেখ্য, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) দেওয়া তথ্য মতে দেশে বর্তমানে আট কোটি ৩১ লাখের বেশি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে। এর মধ্যে প্রায় সাত কোটি ৭৫ লাখ ব্যবহারকারীই মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads