• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
দেশে মোবাইল ফোনের গ্রাহক ১৫ কোটি  বেড়েছে ইন্টারনেট ব্যবহারকারীও

সংগৃহীত ছবি

টেলিযোগাযোগ

দেশে মোবাইল ফোনের গ্রাহক ১৫ কোটি বেড়েছে ইন্টারনেট ব্যবহারকারীও

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৫ মে ২০১৮

দেশে মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা ১৫ কোটি ছাড়িয়েছে। এক মাসের ব্যবধানে ১৫ লাখ ১৪ হাজার গ্রাহক বেড়ে মার্চ মাস শেষে মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ১৫ কোটি ২ লাখ ৮৩ হাজারে।

বিটিআরসির দেওয়া তথ্য অনুসারে, তিন মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, রবি এবং বাংলালিংকের গ্রাহক বাড়লেও এবারো কমেছে একমাত্র রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের গ্রাহক। ফেব্রুয়ারির তুলনায় মার্চে ৮৮ হাজার গ্রাহক হারিয়ে বর্তমানে টেলিটকের মোট গ্রাহক সংখ্যা ৩৯ লাখ।

বিটিআরসির দেওয়া হিসাব অনুযায়ী, বর্তমানে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ৬ কোটি ৭৪ লাখ ৫৭ হাজার, রবির গ্রাহক সংখ্যা ৪ কোটি ৫৬ লাখ ৯ হাজার এবং বাংলালিংকের গ্রাহক সংখ্যা ৩ কোটি ৩৩ লাখ ১৭ হাজার।

মোবাইল ফোনের গ্রাহকের পাশাপাশি বেড়েছে ইন্টারনেট গ্রাহকও। বিটিআরসি অপর এক প্রতিবেদনে জানিয়েছে, এক মাসে দেশে ইন্টারনেট ব্যবহারকারী ১৪ লাখ বৃদ্ধি পেয়ে মার্চ শেষে ৮ কোটি ৪৫ লাখ ৪৫ হাজারে দাঁড়িয়েছে।

এতে বলা হয়েছে, বর্তমানে মোবাইল ফোনের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৭ কোটি ৮৭ লাখ ৮৯ হাজার। এ ছাড়া আইএসপি এবং পিএসটিএনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন ৫৬ লাখ ৬৯ হাজার।

এক মাসে মোবাইল ফোনের ইন্টারনেট গ্রাহক সংখ্যা বেড়েছে ১২ লাখ ৯৪ হাজার। অন্যদিকে বিগত মাসগুলোতে ওয়াইম্যাক্স ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কমলেও ফেব্রুয়ারির তুলনায় মার্চে ওয়াইম্যাক্স গ্রাহক বেড়েছে প্রায় এক হাজার।

মূলত দেশে ফোরজি নেটওয়ার্ক চালুর পর থেকেই মোবাইল ফোন গ্রাহক এবং মোবাইল ফোন ইন্টারনেট গ্রাহক সংখ্যা বাড়ছে। এরই প্রতিফলন দেখা গেছে বিটিআরসির গ্রাহক সংখ্যা বিষয়ক সর্বশেষ এ প্রতিবেদনে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads