• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
সেলস ও সার্ভিস টিমের জন্য রবির লার্নিং অ্যাপ

রবি লোগো

ছবি : সংরক্ষিত

টেলিযোগাযোগ

সেলস ও সার্ভিস টিমের জন্য রবির লার্নিং অ্যাপ

  • বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • প্রকাশিত ১৯ মে ২০১৮

সেলস ও সার্ভিস টিমের জন্য ‘ডিজিটাল গুরু’ নামে একটি লার্নিং অ্যাপ চালু করেছে টেলিকম অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। এই প্রথমবারের মতো টেলিযোগাযোগ শিল্পে এমন একটি ডিজিটাল লার্নিং সল্যুশন চালু হলো।

রবির ডিজিটাল গুরু অ্যাপটির উদ্দেশ্য সেলস অ্যান্ড সার্ভিস টিমের সদস্যদের এ সম্পর্কিত নতুন নতুন দক্ষতা ও জ্ঞানের ব্যাপারে জানানো। এর ফলে তারা এসব দক্ষতা ও জ্ঞান বাজারে প্রয়োগ করার সুযোগ পাবেন। অ্যাপটির মাধ্যমে গ্রাহকদের সঙ্গে সরাসরি কাজ করা কর্মীদের দক্ষতা ও কার্যকারিতা আরো বাড়বে বলে প্রত্যাশা রবির। টেলিযোগাযোগ শিল্পে ডিজিটাল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে রবির অগ্রগতিতে এক নতুন মাত্রা যোগ করল এই ডিজিটাল লার্নিং অ্যাপটি।

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে রবির সেলস অ্যান্ড সার্ভিস টিমের সদস্যরা দেশের ৪০৪টি স্থানে অ্যাপটির উদ্বোধন উদযাপন করেছেন। গ্রাহকরা ক্রমশ ডিজিটাল জীবনধারায় অভ্যস্ত হয়ে উঠছেন। তাই গ্রাহককেন্দ্রিক কোম্পানি হিসেবে অন-দি-গো ডিজিটাল লার্নিং সল্যুশন-ডিজিটাল গুরুর মতো সেবাগুলো চালু করে তাদের আরো মানসম্মত সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ রবি। অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্লাটফর্মে পাওয়া যাচ্ছে। বিজ্ঞপ্তি।

  

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads