• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
রাজধানীতে নকল আইফোন কারখানা

মহাখালী ডিওএইচএসের একটি বাসায় নকল আইফোন কারখানায় শুল্ক গোয়েন্দারা

টেলিযোগাযোগ

রাজধানীতে নকল আইফোন কারখানা

৩৬ আইফোন জব্দ, আটক ৭

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২০ মে ২০১৮

রাজধানীর মহাখালী নিউ ডিওএইচএসের একটি বাসায় নকল আইফোন তৈরির কারখানার সন্ধান পেয়েছে শুল্ক গোয়েন্দারা। গতকাল শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালায় তারা। এ সময় ঘটনাস্থল থেকে ৩৬টি আইফোন জব্দ করে এবং বিপুল পরিমাণ যন্ত্রাংশসহ সাতজনকে আটক করা হয়।

অভিযানের বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক পায়েল পাশা জানান, বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিউ ডিওএইচএসের ২৭ নম্বর রোডের ৩৫৬ নম্বর বাসায় ‘টি জে ইলেকট্রনিক লিমিটেড’ নামের নকল ফোন তৈরির প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এখান থেকে ৩৬টি আইফোন জব্দ করা হয়েছে। তবে এগুলোর আমদানির কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেনি। এ সময় ওই কারখানা থেকে সাতজনকে আটকসহ বিপুল পরিমাণ যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, অভিযানকালে আরো কিছু এইচটিসি ও এলজি হ্যান্ডসেট উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আইফোনের কয়েক শ খালি বাক্স পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এসব মোড়কেই নকল আইফোন বিক্রি করা হতো। একই সঙ্গে নকল আইফোন তৈরির যন্ত্রাংশ হিসেবে ব্যাটারি, র্যাম, মাদারবোর্ড জব্দ করে নিয়ে গেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

এদিকে আটক কর্মচারীদের দাবি- তারা নকল আইফোন তৈরি করেন না। অনলাইনের মাধ্যমে সার্ভিসিংয়ের জন্য আইফোন সংগ্রহ করা হয়। পরে সেগুলো আবার গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হয়।

অভিযান শেষে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম জানান, এসব আইফোন নিয়মবহির্ভূতভাবে আনা হয়েছে, যার নম্বর বিটিআরসির নথিভুক্ত নয়। অবৈধভাবে রাজস্ব ফাঁকি দিয়ে আনার অভিযোগে এগুলো জব্দ করা হয়েছে।

তিনি বলেন, এই অভিযান আসলে একটি মেসেজ। যেকোনো সময় আমরা আবার অভিযান চালাব।

মহাপরিচালক আরো বলেন, চোরাচালানের মাধ্যমে যারা মোবাইল ফোন নিয়ে আসছেন অথবা যারা নকল মোবাইল ফোন বাজারজাত করছেন তাদের বিরুদ্ধে জিরো টলারেন্সের আওতায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ চক্র যতই শক্তিশালী হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনা হবে। যেহেতু নকল ও চোরাচালানের মধ্যমে আনা মোবাইল ফোনের কারণে সরকার বিপুল অঙ্কের রাজস্ব হারাচ্ছে, তাই এখন থেকে নিয়মিতভাবে এ ধরনের অভিযান চলবে।

উল্লেখ্য, এদিন রাজধানীর উত্তরার নর্থ টাওয়ার শপিং মল, আমির কমপ্লেক্স, রাজলক্ষ্মী মার্কেট ও মহাখালী ডিওএইচএস থেকে অভিযান চালিয়ে ২ কোটি ৯ লাখ টাকা মূল্যমানের মোবাইল ফোনসেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। অবৈধ সেট বিক্রির দায়ে গ্রেফতার করা হয়েছে ৯ জনকে। অভিযানে জব্দকৃত ২৬২টি সেটের মধ্যে আইফোন ১২১টি, এইচটিসি ১২৫টি, এলজি ১৫টি ও অ্যাপল ওয়ার্চ ১টি। অধিদফতরের কর্মকর্তারা জানিয়েছেন, রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে এই ফোনগুলো আমদানি করা হয়েছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads