• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
এক মাসে মোবাইল সংযোগ বেড়েছে ১৫ লাখ ৮২ হাজার

বেড়েছে মোবাইল সংযোগ

প্রতীকী ছবি

টেলিযোগাযোগ

এক মাসে মোবাইল সংযোগ বেড়েছে ১৫ লাখ ৮২ হাজার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ আগস্ট ২০১৮

জুলাই মাসে দেশে মোবাইল এবং ইন্টারনেট সংযোগের সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ প্রতিবেদন থেকে দেখা গেছে, এ মাসে মোট মোবাইল সংযোগ বেড়েছে ১৫ লাখ ৮২ হাজার। এর ফলে বর্তমানে মোট মোবাইল সংযোগের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ কোটি ২৫ লাখ ২৭ হাজারে।

প্রতিবেদন অনুসারে, জুলাই মাসে সবচেয়ে বেশি সংযোগ বেড়েছে গ্রামীণফোনের। এক মাসে অপারেটরটির ৮ লাখ ৫৩ হাজার সংযোগ বেড়েছে এবং এর ফলে ৭ কোটি গ্রাহকের মাইলফলক অর্জন করেছে গ্রামীণফোন। অন্যদিকে রবি, বাংলালিংক এবং টেলিটকের সংযোগ বেড়েছে যথাক্রমে ৬ লাখ এক হাজার, ৯৭ হাজার এবং ৩২ হাজার।

জুলাই মাসে ইন্টারনেট সংযোগ বেড়েছে ৮ লাখ ৯৭ হাজার। বিটিআরসির হিসাবে দেশে এখন মোট ইন্টারনেট সংযোগ ৮ কোটি ৭৭ লাখ ৯০ হাজার।

কিছুদিন ধরেই ওয়াইম্যাক্স সংযোগের সংখ্যা কমলেও জুলাই মাসে ওয়াইম্যাক্স ইন্টারনেট সংযোগ বেড়েছে প্রায় তিন হাজার। সেই সঙ্গে বেড়েছে মোবাইল ইন্টারনেট এবং ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহকও।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads