• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯

টেলিযোগাযোগ

নতুন স্মার্টফোন আনল নকিয়া

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৭ অক্টোবর ২০১৮

নকিয়ার নতুন একটি স্মার্টফোন এনেছে এইচএমডি গ্লোবাল। চীনের বাজারে উন্মোচন করা স্মার্টফোনটি হলো নকিয়া এক্স৭। স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডরেঞ্জের স্ন্যাপড্রাগন ৭১০ চিপসেট। ৬ দশমিক ১৮ ইঞ্চি ডিসপ্লের এ স্মার্টফোনটি ৪ গিগাবাইট র্যাম ও ৬৪ গিগাবাইট স্টোরেজ স্পেস এবং ৬ গিগাবাইট র্যাম ও ১২৮ গিগাবাইট স্টোরেজ স্পেসে পাওয়া যাবে। এর অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও।

ফোনটিতে আছে কার্ল জিসের ১৩ মেগাপিক্সেল ও ১২ মেগাপিক্সেল সেন্সরের ডুয়েল রিয়ার ক্যামেরা। এ ছাড়া আছে এফ/২.০ অ্যাপারচারের ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

থাকছে ৩৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও দ্রুত চার্জ দেওয়ার জন্য ফাস্ট চার্জিং প্রযুক্তি। চীনের বাজারে ৪ জিবি ভ্যারিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৯৯৯ ইউয়ান এবং ৬ জিবি ভ্যারিয়েন্ট ২ হাজার ৪৯৯ ইউয়ান। অন্যান্য দেশের বাজারে কবে নাগাদ এটি পাওয়া যাবে সে বিষয়ে কিছু জানায়নি এইচএমডি গ্লোবাল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads