• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
কল ড্রপে শীর্ষে জিপি, দ্বিতীয় রবি

গত এক বছরে গ্রামীণফোনে কল ড্রপ হয়েছে ১০৩ কোটি ৪৩ লাখ বার আর রবির হয়েছে ৭৬ কোটি ১৮ লাখ বার

ছবি : সংগৃহীত

টেলিযোগাযোগ

বিটিআরসির প্রতিবেদন

কল ড্রপে শীর্ষে জিপি, দ্বিতীয় রবি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২২ অক্টোবর ২০১৮

মোবাইল ফোনের কল ড্রপের দিক দিয়ে শীর্ষ অবস্থানে আছে সবচেয়ে বেশি গ্রাহকের অপারেটর গ্রামীণফোন (জিপি)। গত এক বছরে অপারেটরটি ১০৩ কোটি কল ড্রপ করেছে। আর ৭৬ কোটি কল ড্রপ করে দ্বিতীয় অবস্থানে আছে রবি অজিয়াটা লিমিটেড। আজ সোমবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত সব অপারেটরের কল ড্রপের পরিসংখ্যান নিয়ে এই প্রতিবেদন প্রকাশ করেছে বিটিআরসি। প্রতিবেদন অনুযায়ী, গত এক বছরে ১০৩ কোটি ৪৩ লাখ বার কল ড্রপ করেছে গ্রামীণফোন, রবির হয়েছে ৭৬ কোটি ১৮ লাখ, বাংলালিংকের ৩৬ কোটি ৫৪ লাখ বার। আর রাষ্ট্র মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটকের কল ড্রপ আনুমানিক ৬ কোটি। আর এই কল ড্রপের বিপরীতে গ্রামীণফোন ১০ কোটি ৩০ লাখ, রবি ৬ কোটি ৮২ লাখ, বাংলালিংক ৪ কোটি ৯৪ লাখ কল ফেরত দিয়েছে। তবে টেলিটকের ফেরত দেওয়া কোনো কলের হিসাব দেয়নি বিটিআরসি।

এর আগে অপারেটরগুলো থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, সক্রিয় সংযোগ বিবেচনায় গ্রামীণফোনের গ্রাহক আছে ৭ কোটি ৭ লাখ, রবির ৪ কোটি ৬১ লাখ, বাংলালিংকের ৩ কোটি ৩৪ লাখ এবং টেলিটকের ৩৮ লাখ ৭৩ হাজার। গ্রাহক সংখ্যার বিপরীতে জিপি-রবির কল ড্রপের হারে খুব একটা পার্থক্য নেই।

এই কল ড্রপের প্রতিবেদন প্রকাশের পর বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক জাকির হোসেন খান বাংলাদেশের খবরকে বলেন, আমরা ইতোমধ্যেই এ বিষয়ে বক্তব্য জানতে চেয়ে অপারেটরগুলোকে চিঠি দিয়েছি। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে চিঠির জবাব দিতে বলা হয়েছে। তিনি আরো বলেন, চিঠির জবাব অনুযায়ী সরকারি বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads