• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
বিশ্বব্যাপী কমেছে স্মার্টফোন বিক্রি : কাউন্টারপয়েন্ট

প্রতীকী ছবি

টেলিযোগাযোগ

বিশ্বব্যাপী কমেছে স্মার্টফোন বিক্রি : কাউন্টারপয়েন্ট

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৩ নভেম্বর ২০১৮

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী সরবরাহ করা হয়েছে প্রায় ৩৮ কোটি ৬৮ লাখ স্মার্টফোন, যা আগের বছরের একই সময়ের তুলনায় তিন শতাংশ কম। তবে বিক্রির পরিমাণ কমলেও এক প্রান্তিকে সর্বোচ্চ পরিমাণ স্মার্টফোন সরবরাহে নতুন মাইলফলক অর্জন করেছে তিন চীনা প্রতিষ্ঠান অপো, শাওমি এবং ভিভো।

বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট তাদের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর নিজস্ব বাজারে বিক্রি কমলেও অন্যান্য দেশে বেড়ে চলেছে।

কাউন্টারপয়েন্টের প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক অর্থনীতির ধীরগতি, ট্রেড ট্যারিফ বৃদ্ধি, ফোনের দাম বেড়ে যাওয়াই স্মার্টফোন বিক্রির অন্যতম কারণ। শাওমি এবং হুয়াওয়ে ছাড়া অন্য প্রায় সব ব্র্যান্ডেরই স্মার্টফোন বিক্রি কমেছে। এর মধ্যে আছে স্যামসাং, অ্যাপল, এলজির মতো প্রতিষ্ঠানও।

বাজার সম্পর্কে কাউন্টারপয়েন্টের গবেষণা পরিচালক টম ক্যাং জানান, অনেক দেশের বাজারেই এখন স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা বেশি যার কারণে এসব দেশে নতুন ফোনের চাহিদা খুবই কম। এ ছাড়া কিছুটা দামি ফোন ব্যবহার করে, এমন গ্রাহকদের মধ্যে নতুন ফোন কেনার জন্য বেশি সময় নেওয়ার প্রবণতাও রয়েছে। আয় সীমিত, এমন গ্রাহকদের ক্ষেত্রেই এ প্রবণতা বেশি লক্ষণীয় বলেও মন্তব্য করেছেন তিনি।

কাউন্টারপয়েন্টের এ প্রতিবেদন থেকে দেখা গেছে, এ বছরের তৃতীয় প্রান্তিকে সবচেয়ে বেশি স্মার্টফোন সরবরাহ করেছে স্যামসাং যা বৈশ্বিক বাজারের ১৯ শতাংশ। গত বছরের একই প্রান্তিকের তুলনায় ২ শতাংশ কমেছে প্রতিষ্ঠানটির স্মার্টফোন বিক্রির পরিমাণ। দ্বিতীয় অবস্থানে থাকা হুওয়ায়ে তৃতীয় প্রান্তিকে ৫ কোটি ২০ লাখ স্মার্টফোন সরবরাহ করে স্মার্টফোন বাজারের ১৩ শতাংশ দখলে রেখেছে। অ্যাপল ১২ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে আছে তৃতীয় অবস্থানে। চতুর্থ অবস্থানে শাওমি বিশ্বব্যাপী ৩ কোটি ৫৭ লাখ স্মার্টফোন বিক্রি করে তৃতীয় প্রান্তিকে ৯ শতাংশ বাজার দখল করতে সমর্থ হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ বেড়েছে শাওমির স্মার্টফোন বিক্রির পরিমাণ। এ তালিকায় পঞ্চম অবস্থানে আছে অপো। এ ছাড়া শীর্ষ দশে থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো যথাক্রমে ভিভো, লেনোভো, এলজি, এইচএমডি এবং টেকনো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads