• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
আগামী সপ্তাহেই ০১৪ সিরিজ আনছে বাংলালিংক

ছবি : সংগৃহীত

টেলিযোগাযোগ

আগামী সপ্তাহেই ০১৪ সিরিজ আনছে বাংলালিংক

  • এম. রেজাউল করিম
  • প্রকাশিত ০৫ নভেম্বর ২০১৮

আগামী সপ্তাহের মধ্যেই নিজেদের নতুন নম্বর সিরিজ ০১৪ বাজারে আনতে যাচ্ছে দেশের অন্যতম মোবাইল অপারেটর বাংলালিংক। গতকাল রোববার বাংলালিংকের করপোরেট কমিউনিকেশন্সের সিনিয়র ম্যানেজার আংকিত সুরেকা বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশের খবরকে তিনি বলেন, কারিগরি বিষয়সহ সংশ্লিষ্ট কাজ শেষে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই নতুন এই নম্বর সিরিজ গ্রাহকদের জন্য বাজারে উন্মুক্ত করা হবে।

জানা যায়, অপারেটরটির জন্য বরাদ্দকৃত ০১৯ সিরিজের ৮০ শতাংশ সিম বিক্রি হয়ে যাওয়ায় ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির কাছে নতুন নম্বর সিরিজের জন্য আবেদন করেছিল অপারেটরটি। তখন তারা ০১০ সিরিজের নম্বর চেয়ে আবেদন করেছিল। পরবর্তী সময়ে চলতি বছরের পহেলা আগস্ট গণভবনে টেলিযোগাযোগ খাত নিয়ে এক বৈঠকে গ্রামীণফোনের পাশাপাশি বাংলালিংককেও নতুন নম্বর সিরিজ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত দেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

অবশেষে চলতি বছরের সেপ্টেম্বরের শুরুতে ০১৪ বরাদ্দ পায় বাংলালিংক। তবে ০১৪ সিরিজে নম্বর সিরিয়াল ঠিক করে দেয় বিটিআরসি। তারা ০১৪০ সিরিয়ালে এক কোটি সিম বিক্রি করতে পারবে। এর আগে ০১৪ নম্বর সিরিজটি আরেকটি কোম্পানির জন্য বরাদ্দ দেওয়া ছিল। ২০১৬ সালের এক কমিশন বৈঠকে ওই সিরিজটি বাতিল হওয়ার পর তা খালি হয়।

জাতীয় নম্বর পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশে মোবাইল ফোন অপারেটরদের নম্বর সিরিজ ০১ দিয়ে শুরু হয়। এর মধ্যে সিটিসেল ০১১, টেলিটক ০১৫, এয়ারটেল ০১৬, গ্রামীণফোন ০১৭, রবি ০১৮ ও বাংলালিংক ০১৯ নম্বর সিরিজ ব্যবহার করে। এর বাইরে বর্তমানে গ্রামীণফোনকে ০১৩ এবং বাংলালিংক ০১৪ নম্বর সিরিজ ব্যবহারের অনুমতি দেয় বিটিআরসি। আর এখনো ০১০ এবং ০১২ নম্বর সিরিজ অব্যবহূত আছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads