• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
১০০ ডলার কমে বিক্রি হচ্ছে রিফার্বিশড আইফোন ৮

সংগৃহীত ছবি

টেলিযোগাযোগ

১০০ ডলার কমে বিক্রি হচ্ছে রিফার্বিশড আইফোন ৮

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৬ নভেম্বর ২০১৮

গত বছরের সেপ্টেম্বরে বাজারে আনা আইফোন ৮ এবং আইফোন ৮ প্লাস  ডিভাইসগুলোয় অডিও সমস্যা দেখা যায়। সে সময় ব্যবহারকারীদের কাছ থেকে ডিভাইসগুলো ফেরত নেওয়ার পর তা সংস্কার করে আবারো বিক্রির ঘোষণা দিয়েছে আইফোনের নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। নতুন আইফোন ৮-এর বাজারমূল্যের চেয়ে ১০০ ডলার কমেই এই রিফার্বিশড আইফোন কেনা যাবে প্রতিষ্ঠানটির অনলাইন স্টোর থেকে।

এমনটাই জানা গেছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জে প্রকাশিত এক প্রতিবেদনে। সেখানে বলা হয়, এই ডিভাইসগুলো একদম নতুনের মতোই হওয়ায় রিফার্বিশড আইফোন ৮ বা ৮ প্লাস কিনে নেওয়াটা গ্রাহকদের জন্য বেশ ভালো সিদ্ধান্ত হবে।

জানা যায়, বর্তমানে ৬৪ জিবি স্টোরেজের একদম নতুন আইফোন ৮-এর দামই ৫৯৯ ডলার সেখানে রিফার্বিশড আইফোন ৮-এর দাম ৪৯৯ ডলার এবং আইফোন ৮ প্লাসের দাম ৫৯৯ ডলার নির্ধারণ করে দিয়েছে অ্যাপল।

স্পেস গ্রে, সিলভার এবং গোল্ড রঙের এই ডিভাইসগুলোর সঙ্গে দেওয়া হচ্ছে একদম নতুন একটি ব্যাটারি, এক বছরের ওয়ারেন্টি আর আসল অ্যাকসেসোরিজ। তাই রিফার্বিশড আইফোন ৮ কিনলে ব্যবহারকারীরা একশ ডলার খরচ বাঁচাতে পারবেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের সেপ্টেম্বরে বাজারে আনা হয় আইফোন ৮ এবং আইফোন ৮ প্লাস ডিভাইসগুলোয় অডিও সমস্যার অভিযোগ উঠেছিল। সে সময় আইফোনে কথা বলা আর ফেইস টাইম কলের সময় এ শব্দ শোনা যায় বলে ব্যবহারকারীদের কয়েকটি অভিযোগ করলে ডিভাইসগুলো ফিরিয়ে নেয় অ্যাপল কর্তৃপক্ষ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads