• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
অন্ধকারে উন্মোচন হলো স্যামসাংয়ের ভাঁজযোগ্য স্মার্টফোন

সংগৃহীথ ছবি

টেলিযোগাযোগ

অন্ধকারে উন্মোচন হলো স্যামসাংয়ের ভাঁজযোগ্য স্মার্টফোন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৯ নভেম্বর ২০১৮

নানা গুঞ্জনকে মাটিচাপা দিয়ে অবশেষে উন্মোচন করা হলো স্যামসাংয়ের প্রথম ভাঁজযোগ্য স্মার্টফোন। তবে বাণিজ্যিক উদ্দেশ্য না থাকায়, অনেকটা অন্ধকারের মধ্যেই এই স্মার্টফোনটি উন্মোচন করে স্যামসাং কর্তৃপক্ষ।

বুধবার সানফ্রান্সিসকোতে স্যামসাংয়ের ডেভেলপার সম্মেলনে স্মার্টফোনটি প্রথমবারের মতো সন্মুখে আনেন স্যামসাংয়ের মোবাইল প্রোডাক্ট মার্কেটিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাস্টিন ডেনিসন।

সম্মেলনে জানানো হয়, আগামী এক মাসের মধ্যেই উৎপাদন শুরু হবে ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লে হিসেবে আখ্যায়িত স্যামসাংয়ের নতুন প্রযুক্তির এ ফোনটি। তবে এখনো ফোনটির নাম ঠিক করতে পারেনি স্যামসাং।

ফোনটির পুরো ডিজাইন দেখতে দেয়নি দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি। কেস দিয়ে ঢেকে রাখায় আসল ডিজাইন বোঝা যায়নি। পরে আরেকটি ইভেন্টে জানানো হবে পুরো ফোনের স্পেসিফিকেশন বলেও জানানো হয়েছে সম্মেলনে।

সম্মেলনে ডেনিসন জানান, ফোল্ডেবল ডিভাইসটি ভাঁজ করা অবস্থায় পকেটে রাখা যাবে। আবার মেলে ধরলে তা ৭ দশমিক ৩ ইঞ্চি ডিসপ্লেতে পরিণত হবে। এ ছাড়াও ফোনটিতে একসঙ্গে ব্যবহার করা যাবে তিন অ্যাপ।

প্রসঙ্গত, ভাঁজযোগ্য ফোন নিয়ে বেশ কয়েক মাস ধরেই ব্যাপক আলোচনা চলছে। এ দৌড়ে স্যামসাংয়ের পাশাপাশি এলজি ও হুয়াওয়ের মতো প্রতিষ্ঠানের নাম থাকলেও প্রতিষ্ঠানগুলোকে পেছনে ফেলে এগিয়ে গেছে আরেক চীনা প্রতিষ্ঠান রয়েল করপোরেশন। গত ১ নভেম্বর ফ্লেক্সপাই নামে একটি ফোল্ডেবল ফোন উন্মোচন করে প্রযুক্তি বিশ্বে আলোড়ন সৃষ্টি করে প্রতিষ্ঠানটি।

এদিকে, বুধবার ক্যালিফোর্নিয়ায় অ্যানড্রয়েড সামিটে গুগল অ্যানড্রয়েডের প্রকৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট ডেভ ব্রুক জানান, আগামী বছরের প্রথম দিকেই বাজারে আসবে ফোল্ডেবল ডিভাইসটি। নতুন এ ফোনের জন্য প্রয়োজন হবে বিশেষ ধরনের অ্যানড্রয়েড ভার্সন, তাই সেটি তৈরিতে গুগল সরাসরি কাজ করছে স্যামসাংয়ের সঙ্গে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads