• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
নিষেধাজ্ঞা ঠেকাতে আইফোনের সফটওয়্যার আপডেট

ছবি : সংগৃহীত

টেলিযোগাযোগ

নিষেধাজ্ঞা ঠেকাতে আইফোনের সফটওয়্যার আপডেট

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৫ ডিসেম্বর ২০১৮

চীনে নিষেধাজ্ঞা ঠেকাতে আইফোনের সফটওয়্যার আপডেট করার কথা ভাবছে অ্যাপল। সম্প্রতি সংবাদমাধ্যম রয়টার্সকে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। চলতি সপ্তাহে এ আপডেটটি উন্মুক্ত করা হতে পারে।

অ্যাপল জানিয়েছে, যে দুটি ফিচার সংক্রান্ত পেটেন্ট নিয়ে কোয়ালকমের আপত্তি, সেগুলোর বিষয়েই পদক্ষেপ নেওয়া হবে এ আপডেটে। আদালত যদি মেনে নেয়, তাহলে আইফোনের নয়টি মডেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হতে পারে বলে আশাবাদী প্রতিষ্ঠানটি।

পেটেন্ট লঙ্ঘনের অভিযোগে কোয়ালকমের করা মামলায় সম্প্রতি আইফোন ৬এস, ৬এস প্লাস, ৭, ৭ প্লাস, ৮, ৮ প্লাস এবং আইফোন ১০ আমদানি ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করে চীনের একটি আদালত। কোয়ালকম বলছে, ছবি রিসাইজ করা ও অ্যাপ ম্যানেজমেন্ট বিষয়ক আইফোনের দুটি ফিচারে কোয়ালকমের পেটেন্ট রয়েছে। কিন্তু এসব ফিচার ব্যবহারের জন্য কোয়ালকমকে কোনো ক্ষতিপূরণ দিচ্ছে না অ্যাপল।

আদালতের রায়ের পর অ্যাপল দাবি করেছিল, আইওএস ১২-এ এসব পেটেন্ট লঙ্ঘন করা হয়নি। এ কারণে নির্দিষ্ট মডেলের আইফোনগুলোতে বাধ্যতামূলকভাবে আইওএস ১২ আপডেট দেওয়ার মাধ্যমে এ নিষেধাজ্ঞার পরিবর্তন করার সুযোগ রয়েছে বলে মনে করে অ্যাপল। ইতোমধ্যেই অ্যাপলের পক্ষ থেকে রায় পুনর্বিবেচনার জন্য আদালতে একটি আবেদনও করা হয়েছে।

এদিকে কোয়ালকম নতুন করে আইফোন ১০ এস এবং আইফোন ১০ এক্সআর মডেলেও নিষেধাজ্ঞা আরোপের জন্য আদালতে আবেদন করেছে। এ দুটি ফোনে আইওএস ১২ রয়েছে। ফলে সফটওয়্যার আপডেটের মাধ্যমে সমস্যার সমাধানে যে পরিকল্পনা করছে অ্যাপল, তা কতটুকু সফল হবে সেটি নিয়েও সংশয় রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads