• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
এক বছরে ২০ কোটি স্মার্টফোন বিক্রি করেছে হুয়াওয়ে

ছবি : সংগৃহীত

টেলিযোগাযোগ

এক বছরে ২০ কোটি স্মার্টফোন বিক্রি করেছে হুয়াওয়ে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৮ ডিসেম্বর ২০১৮

বেশ কয়েকটি স্মার্টফোনের সাফল্যে চলতি বছর বেশ ভালোভাবেই পার করেছে হুয়াওয়ে। এর মধ্যে আছে পি২০, মেট ২০ এবং নোভা সিরিজ। এসব স্মার্টফোনের বদৌলতে স্মার্টফোন বিক্রিতে নতুন রেকর্ড করেছে প্রতিষ্ঠানটি। বছরজুড়ে চীনা এ ব্র্যান্ডটি বিক্রি করেছে ২০ কোটির বেশি স্মার্টফোন।

বর্তমানে স্মার্টফোন বাজারের দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি। অ্যাপলকে হটিয়ে এ বছরের দ্বিতীয় প্রান্তিকেই দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে হুয়াওয়ে। তৃতীয় প্রান্তিকেও এ ধারা অব্যাহত রয়েছে। আইডিসির তৃতীয় প্রান্তিকের হিসেবে দেখা গেছে, স্মার্টফোন বাজারের ১৪ দশমিক ৬ শতাংশ রয়েছে হুয়াওয়ের দখলে।

২০১০ সালে হুয়াওয়ে স্মার্টফোন বাজারে প্রবেশের পর সে বছর মাত্র ৩ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি করতে পেরেছিল। তবে সময়ের সাথে পাল্লা দিয়ে প্রতিষ্ঠানটির অবস্থান আরো শক্তিশালী হয়েছে। বর্তমানে বিশ্বজুড়ে হুয়াওয়ে ফোন ব্যবহার করছে প্রায় ৫০ কোটি গ্রাহক।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads