• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
২০১৯ সালে আসছে যেসব স্মার্টফোন

ছবি : সংগৃহীত

টেলিযোগাযোগ

২০১৯ সালে আসছে যেসব স্মার্টফোন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৯ ডিসেম্বর ২০১৮

নতুন বছরকে সামনে রেখে বেশ কিছু নতুন মডেলের স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা করছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো। অ্যাপল, গুগল, স্যামসাং থেকে শুরু করে ওয়ানপ্লাস কিংবা নোকিয়া, কেউই পিছিয়ে নেই এক্ষেত্রে।

স্যামসাং গ্যালাক্সি এস১০ ও এস১০ প্লাস

সাধারণত প্রতিবছরই এস সিরিজের দুটি স্মার্টফোন বাজারে আনে স্যামসাং। এর ব্যত্যয় ঘটবে না আগামী বছরও। নতুন বছরের অন্যতম দুই আকর্ষণ হবে স্যামসাংয়ের এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন দুটি। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস থেকে স্মার্টফোন দুটির ঘোষণা দেওয়া হতে পারে। আগের থেকেও উন্নত ডিসপ্লে ছাড়াও বেশ কিছু চমক থাকতে পারে এ ফোন দুটিতে।

ওয়ানপ্লাস

ওয়ানপ্লাসের নতুন স্মার্টফোনের নাম কী দেওয়া হবে তা এখনো জানা না গেলেও ২০১৯ সালের প্রথমার্ধেই যে নতুন ফ্ল্যাগশিপের ঘোষণা দিচ্ছে প্রতিষ্ঠানটি তাতে কোনো সন্দেহ নেই। এ ছাড়া আগামী বছর ফাইভজি সমর্থিত স্মার্টফোনও বাজারে আনার কথা রয়েছে প্রতিষ্ঠানটির।

অ্যাপল

অন্তত দুটি নতুন আইফোনের দেখা মেলে প্রতিবছরই। এ বছরও এর ব্যতিক্রম হবে না। তবে নতুন আইফোন নিয়ে এখন পর্যন্ত সেভাবে কিছু শোনা যায়নি।

নোকিয়া ৯

২০১৮ সালে সব মিলিয়ে ১২টি নোকিয়া স্মার্টফোন বাজারে এনেছে এইচএমডি গ্লোবাল। ২০১৯ সাল নিয়েও বড় পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। ধারণা করা হচ্ছে আগামী বছরের অন্যতম বড় আকর্ষণ হবে নোকিয়া ৯। এতে থাকবে পাঁচটি রিয়ার ক্যামেরা। এ ছাড়া পাঁচ রিয়ার ক্যামেরার প্রথম স্মার্টফোনও হবে নোকিয়া ৯।

শাওমি রেডমি ২ প্রো

সাম্প্রতিক খবরে দেখা গেছে, শাওমি রেডমি ২ প্রো স্মার্টফোনে থাকবে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা। এ খবর সত্যিই হলে এটিও হবে আগামী বছরের অন্যতম আকর্ষণীয় স্মার্টফোন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads