• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

টেলিযোগাযোগ

প্রথমে টু -জি চালুর কথা থাকলেও পরে বিটিআরসির চিঠি পেয়ে ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ করে দেয় মোবাইলফোন অপারেটর গুলো।

মোবাইল ইন্টারনেট পুরোপুরি বন্ধ

চালু হবে ভোট শেষে

  • মো. আসিফ উল আলম সোহান
  • প্রকাশিত ৩০ ডিসেম্বর ২০১৮

মোবাইলের ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ভোটের আগের দিন শনিবার রাত ১১টার দিকে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কাছে এ নির্দেশনা পাঠায় বিটিআরসি। এরপর থেকে মোবাইলে ইন্টারনেট পাওয়া যাচ্ছে না।

শনিবার দুপুর থেকে ফোর-জি ও থ্রি-জি সেবা বন্ধ করে টু-জি সেবা চালু রাখার নির্দেশনা দিয়েছিল বিটিআরসি। কিন্তু শনিবার রাত ১১ টার পর থেকে ভোটের দিন মধ্যরাত পর্যন্ত টু-জি সেবাও বন্ধের নির্দেশনা দেওয়া বিটিআরসির পক্ষ থেকে। ফলে ভোটের আগের দিন মধ্যরাত থেকে ভোটের দিন মধ্যরাত পর্যন্ত মোবাইলে ইন্টারনেট সেবা পাচ্ছে না গ্রাহকেরা।

এর আগে গত বৃহস্পতিবার রাত থেকে প্রায় ১০ ঘণ্টা মোবাইলে ফোর-জি ও থ্রি-জি সেবা বন্ধ রেখেছিল বিটিআরসি। শুক্রবার সকাল থেকে শনিবার দুপুর পর্যন্ত কিছু সময় ফোর-জি ও থ্রি-জি সেবা পেয়েছিলেন গ্রাহকেরা।

প্রসঙ্গত, মোবাইলে ইন্টারনেট সেবা বন্ধ থাকলেও ব্রডব্যান্ডে ইন্টারনেটে স্বাভাবিক সেবা পাচ্ছেন গ্রাহকেরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads