• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
২০১৮’র সেরা ৫ স্মার্টফোন

ছবি : ইন্টারনেট

টেলিযোগাযোগ

২০১৮’র সেরা ৫ স্মার্টফোন

  • এম. রেজাউল করিম
  • প্রকাশিত ০৩ জানুয়ারি ২০১৯

স্মার্টফোন বছর হিসেবে খ্যাত ২০১৮। সদ্য সাবেক হওয়া এই বছরেই নচ, ড্রপ নচ, ফুলভিউ ডিসপ্লেসহ স্মার্টফোনের গঠন, বৈশিষ্ট্য, ফিচারসহ নানাদিকে আমূল পরিবর্তন হয়েছে স্মার্টফোনে। আর সেই দিক থেকে বছরের সেরা স্মার্টফোনের তালিকায় জায়গা পেয়েছে বেশ কিছু স্মার্টফোন। সেই ফোনগুলো নিয়েই জিএসএম এরিনা, সিনেট, এনগেজেট, দ্য ভার্জের মতো প্রযুক্তিবিশ্বের বিখ্যাত ওয়েবসাইটগুলো ইতোমধ্যেই প্রকাশ করেছে ২০১৮ সালের সেরা স্মার্টফোনের তালিকা। তাদের সেই তালিকা নিয়েই বাংলাদেশের খবরের আজকের আয়োজন। বিস্তারিত লিখেছেন এম. রেজাউল করিম-

হুয়াওয়ে মেট টুয়েন্টি প্রো

চলতি বছর বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী ফ্লাগশিপ স্মার্টফোনের তালিকায় সবচেয়ে এগিয়ে আছে লাইকা ট্রিপল ক্যামেরা সেটআপের এই স্মার্টফোনটি। যার একটি ৪০ মেগাপিক্সেল, একটি ৮ মেগাপিক্সেলের টেলিফটো এবং অন্যটি ২০ মেগাপিক্সেল। সব মিলিয়ে ছবি তোলার ক্ষেত্রে ১৬ থেকে ২৭০ মিলিমিটার জুুম লেন্সের সুবিধা পাওয়া যাবে ফোনটিতে। এছাড়া এই ফোনটি দিয়ে মাত্র আড়াই সেন্টিমিটার দূরত্বেও স্বচ্ছ ছবি তোলা যাবে।

সামনে ৬.৩৯ ইঞ্চির পর্দার নিচেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার ফ্লাগশিপ এই ডিভাইসে কিরিন ৯৮০ প্রসেসরসহ সর্বশেষ সংস্করণের অ্যান্ড্রয়েড ৯ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েডের জন্য এটিই প্রথম ৭ ন্যানোমিটারের প্রসেসর, যা অনেকটা আইফোনের প্রসেসরের মতোই দ্রুতগতির। ফোনটির ৪ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিটি ফার্স্ট চার্জ দেওয়ার পাশাপাশি তারবিহীনভাবে চার্জ দেওয়ার সুবিধাও পাওয়া যাবে। পাশাপাশি দ্রুততর গেমিং অভিজ্ঞতা দিতে চারটি ভিন্ন কনফিগারেশনের মধ্যে সর্বনিম্ন র্যাম ৬ জিবি এবং রম ৫১২ জিবি ব্যবহার করা হয়েছে। আনটুটু বেঞ্চমার্কের শীর্ষ দশের মধ্যে মেট টুয়েন্টি প্রো রয়েছে প্রথমসারির দিকে স্মার্টফোনটি।

স্যামসাং গ্যালাক্সি নোট ৯

বড়পর্দার পাওয়ার হাউজ খ্যাত এই স্মার্টফোনটি ২০১৮ সালের আগস্টে উন্মুক্ত করা হয়। স্যামসাং গ্যালাক্সি নোট ৯-এর নচ না থাকলেও পেছনে আঙুলের ছাপ শনাক্ত করার সেন্সর এবং ফেস আনলক ও চোখের আইরিশ শনাক্ত করার প্রযুক্তির পাশাপাশি এতে ৬.৪ ইঞ্চির কিউএইচডি + অ্যামোলেড প্যানেলের সুন্দর কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। স্বল্প আলোতে বা রাতে ছবি তোলার বিষয়টিকে প্রাধান্য দিয়েই নোট ৯-এ ডুয়েল অ্যাপারচারের ২৪ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট ক্যামেরায়ও রয়েছে সেন্সর, অটোফোকাস লেন্স।

গ্যালাক্সি নোট ৯-এ প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে এক্সাইনস ৯৮১০ চিপসেট। ৬ গিগাবাইট র্যাম ও ১২৮ গিগাবাইট র্যামের এই ফোনটিতে ৫১২ গিগাবাইট পর্যন্ত অতিরিক্ত মেমোরি ব্যবহার করা যাবে। এছাড়া ফোনটিতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার (এমএএইচ) ব্যাটারি করা হয়েছে।

নোট নাইনের সবচেয়ে আকর্ষণীয় ফিচার হচ্ছে এর এস পেন। আগের চেয়ে আরো বেশি কার্যকরভাবে তৈরি করা হয়েছে এবারের এস পেনটি। নোট নেওয়ার কাজ থেকে শুরু করে ছবি তোলা, পাওয়ার পয়েন্ট স্লাইড পরিবর্তন, ইউটিউব প্লে-ব্যাক পর্যন্ত নিয়ন্ত্রণ করা যায় এটি দিয়ে।

ওয়ান প্লাস সিক্স টি

বিশ্বজুড়ে বহুল জনপ্রিয় হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান ওয়ান প্লাসের সবগুলো ডিভাইসই বাজারে সাড়া ফেলেছে। এরই ধারাবাহিকতায় ২০১৮ সালে বাজারে আসা প্রতিষ্ঠানটির নতুন হ্যান্ডসেট ‘সিক্স টি’ও ছিল টেক জায়ান্টদের আলোচনার অন্যতম বিষয়বস্তু।

নতুন এই স্মার্টফোন বাজারে আসার আগে থেকেই নানা তথ্য পাওয়া যাচ্ছিল, ফাঁস হওয়া এসব তথ্যের সঙ্গে মিলও খুঁজে পাওয়া গেছে। এই স্মার্টফোনে থাকছে ‘খুবই ছোট নচের সঙ্গে ৬ দশমিক ৪১ ইঞ্চির ডিসপ্লের অপটিক এএমওএলইডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন। ১০৮০ বাই ২৩৪০ (৪০২ পিপিআই) পিক্সেলের ডিসপ্লের রেশিও ১৯ দশমিক ৫ অনুপাত ৯। এই প্রথম ওয়ান প্লাসের কোনো স্মার্টফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রিডার আনা হয়েছে। এই প্রযুক্তিকে ‘স্ক্রিন আনলক’ নাম দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি।

অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমের এই হ্যান্ডসেটটিতে অক্সিজেন ওএস ব্যবহার করা হয়েছে। ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি রমের ডিভাইসটিতে চিপসেট কোয়ালকম এসডিএম৮৪৫ ব্যবহার করা হয়েছে। ফোনটির সিপিইউ অক্টাকোর এবং জিপিইউ অ্যাড্রেনো ৬৩০।

৩ হাজার ৭০০ এমএইচ ব্যাটারির ক্ষমতাসম্পন্ন এই হ্যান্ডসেটটির পেছনে রয়েছে ১৬ ও ২০ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা। অন্যদিকে সামনের ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেলের। এতে আনা হয়েছে নতুন নাইটস্কেপ ফিচার, এর মাধ্যমে কম আলোতে ‘উন্নত ফটোগ্রাফি’ করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

পিক্সেল ৩

ইন্টারনেট জায়ান্ট গুগলের পিক্সেল স্মার্টফোন সিরিজের ২০১৮ সালের নতুন সংস্করণ হচ্ছে পিক্সেল ৩। বিল্টইন স্মার্ট অ্যাসিস্ট্যান্ট ও দারুণ ক্যামেরা ফিচারের পিক্সেল ৩ স্মার্টফোনকে ‘জীবনের সবচেয়ে সাহায্যকারী ডিভাইস’ বলছে গুগল। যদিও ফোনটির সামনে অবশ্য ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। তবে এ স্মার্টফোনটির পেছনে একটি ক্যামেরা ব্যবহার করেছে গুগল। অর্থাৎ বাজারে প্রচলিত দুই বা তিন ক্যামেরার ট্রেন্ডের দিকে যায়নি গুগল। পাঁচ ইঞ্চি মাপের ওএলইডি ডিসপ্লের এই ফোনটির পেছনে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এতে সুপার রেজ্যুলেশন জুম, নাইট সাইট লো-লাইট মোড রয়েছে।

গুগলের নতুন এ ফোনটি হচ্ছে অ্যান্ড্রয়েড ৯.০ পাই চালিত প্রথম স্মার্টফোন। এতে কোয়ালকমের তৈরি স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট রয়েছে। ফোনটিতে টাইটান এম নামে গুগলের তৈরি সিকিউরিটি চিপ রয়েছে, যা গুগলের তৈরি সবচেয়ে সুরক্ষিত স্মার্টফোন বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া ফোনটিতে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ থাকছে। এর ১২৮ জিবি স্টোরেজের আলাদা সংস্করণও পাওয়া যাবে।

পিক্সেল ৩-এ ২৯১৫ এমএএইচ ব্যাটারি ও সঙ্গে ফার্স্ট চার্জিং সুবিধা রয়েছে। গুগল বলছে, ১৫ মিনিট চার্জ দিলে ফোনটি সাত ঘণ্টা ব্যবহার করা যাবে। এছাড়া গুগলের এই ফোনটি আইপি ৬৮ রেটিংয়ের। অর্থাৎ তা পানি ও ধুলারোধী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads