• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
শাওমির ভাঁজযোগ্য ট্যাবলেটের ভিডিও ফাঁস

ছবি : ইন্টারনেট

টেলিযোগাযোগ

শাওমির ভাঁজযোগ্য ট্যাবলেটের ভিডিও ফাঁস

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৫ জানুয়ারি ২০১৯

চলতি বছরে গ্রাহকদের হাতে ভাঁজযোগ্য স্মার্টফোন পৌঁছে দিতে প্রস্তুত বহুজাতিক প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো। আর সেই প্রতিযোগিতায় এবার নাম এসেছে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমিরও।

সম্প্রতি টুইটারে একটি ভিডিওতে শাওমির নতুন এই ট্যাবলেটের ভিডিও ফাঁস হয়ে গেছে। ডিভাইসের সঠিক তথ্য ফাঁস করার খ্যাতিসম্পন্ন ব্যক্তি ইভান ব্লাস তার নিজের অ্যাকাউন্ট থেকে ভাঁজযোগ্য একটি ডিভাইসের ভিডিওটি ফাঁস করেছেন। ভিডিওর সত্যতা নিশ্চিত করেননি ব্লাস। তবে টুইটে তিনি বলেন, এটি অবশ্যই শাওমি বানিয়েছে।

ভিডিওতে একটি অ্যান্ড্রয়েড ট্যাবলেট দেখা গেছে। পরে যা দুই পাশ থেকে ভাঁজ করা হয়। আর ভাঁজ করার পর ডিভাইসটি একটি স্মার্টফোনের আকার ধারণ করে। নতুন এই ডিভাইসটি শাওমির হতেও পারে নাও পারে। তবে এটি অবশ্যই ভাঁজযোগ্য পর্দার কোনো ডিভাইস তা নিশ্চিত বলে দাবি করেছে তথ্যপ্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট।

সিনেটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, জানুয়ারির আট তারিখ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হচ্ছে ২০১৯ কনজিউমার ইলেকট্রনিকস শো (সিইএস)। অনুষ্ঠানটি ঘিরে ইতোমধ্যেই অনেক ডিভাইস নিয়ে গুজব শুরু হয়েছে। স্যামসাংয়ের একটি ডিভাইস নিয়ে নানা তথ্যও সামনে এসেছে। ধারণ করা হচ্ছে, ডিভাইসটি হবে স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস১০।

প্রসঙ্গত, ভাঁজযোগ্য পর্দার কোনো ডিভাইস এবারই প্রথম সামনে এসেছে তা নয়। নভেম্বরে ‘ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লে’ প্রযুক্তির একটি প্রোটোটাইপ ডিভাইস দেখিয়েছে স্যামসাং। সিইএস ২০১৭-তে ফোল্ডেবল ডিভাইসের ধারণা দেখিয়েছে লেনোভো। এ ছাড়া ফোল্ডেবল স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে এবং তাইওয়ানভিত্তিক প্রতিষ্ঠান এলজিও।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads