• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
আইফোন থেকে টুইট করল হুয়াওয়ে

ছবি : সংগৃহীত

টেলিযোগাযোগ

আইফোন থেকে টুইট করল হুয়াওয়ে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৬ জানুয়ারি ২০১৯

নিজেদের স্মার্টফোন বাদ দিয়ে আইফোন থেকে টুইট করে শাস্তির মুখোমুখি হলেন দুই কর্মকর্তা। সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, হুয়াওয়ের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য আইফোন ব্যবহার করার বিষয়ে ওই দুই কর্মকর্তাকে শাস্তির মুখোমুখি হতে হয়েছে। আইফোন থেকে টুইট করায় টুইটের নিচে লেখা ছিল ‘ভায়া টুইটার ফর আইফোন’।

এই ঘটনা হুয়াওয়েকে বেশ বিব্রতকর পরিস্থিতিতে ফেলে। দ্রুতই মুছে ফেলা হয় সেই টুইট। শুধু তাই নয়, ব্যবস্থা নেওয়া হয় ওই দুই কর্মকর্তার বিরুদ্ধেও।

হুয়াওয়ের বরাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা হুয়াওয়ের বিভিন্ন পেজ পরিচালনা করে স্যাপিয়েন্ট নামক একটি প্রতিষ্ঠান। দেশটিতে টুইটার বন্ধ থাকায় ভার্চুয়াল প্রাইভেট সার্ভার (ভিপিএস) ব্যবহার করে টুইটার ব্যবহার করতে হয়। আর সমস্যা তৈরি হয়েছে এখানেই। ভিপিএস সমস্যা থাকায় টুইটারে প্রবেশ করে পোস্ট করতে না পারায় বিকল্প হিসেবে একটি আইফোন ব্যবহার করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। এই আইফোনে রোমিং চালু করা একটি সিমকার্ড ব্যবহার করা হচ্ছিল। নির্ধারিত সময়ের মধ্যে টুইট করার জন্যই এই পন্থা অবলম্বন করা হয়।

এই ঘটনায় দায়ী দুই কর্মকর্তাকে একধাপ পদাবনতি দেওয়ার পাশাপাশি বেতন কমানো হয়েছে ৫ হাজার ইউয়ান বা প্রায় ৭২৮ ডলার। এ ছাড়া হুয়াওয়ের ডিজিটাল মার্কেটিং ডিরেক্টরের এক বছরের বেতন আটকে রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ এক মেমোতে প্রতিষ্ঠানের করপোরেট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট চেন লিফাং জানিয়েছেন, এ ঘটনায় হুয়াওয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

তবে এ ঘটনায় স্যাপিয়েন্টের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

মূলত স্মার্টফোন বাজারে হুয়াওয়ে এবং অ্যাপল একে অপরের শক্ত প্রতিদ্বন্দ্বী। হুয়াওয়ের পি সিরিজের স্মার্টফোন পাল্লা দিচ্ছে আইফোনের সঙ্গে। অ্যাপলকে হটিয়ে স্মার্টফোন বাজারের দ্বিতীয় অবস্থানটিও দখল করে নিয়েছে হুয়াওয়ে।

তবে এ ধরনের ঘটনা এটাই প্রথম নয়। গত বছর দেশটির ট্যাবলয়েড গ্লোবাল টাইমসের প্রধান সম্পাদক হু জিজিন আইফোন ব্যবহার করে হুয়াওয়ে এবং জেডটিইর প্রতি সমর্থন জানাতে গিয়ে সবার বিদ্রূপের শিকার হয়েছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads