• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮

টেলিযোগাযোগ

সিইএসে সনির ৮কে চমক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৯ জানুয়ারি ২০১৯

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হওয়া কনজ্যুমার ইলেকট্রনিক্স শো’তে এবার বড় আকর্ষণ হলো বড় পর্দার টিভি এবং ডিসপ্লে। এরই মধ্যে চমক দেখাতে শুরু করেছে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো। সনি এখানে নিয়ে এসেছে ৮কে রেজ্যুলেশনের ৯৮ ইঞ্চি টিভি। এতদিন পর্যন্ত ৮কে রেজ্যুলেশনের টিভির শুধু প্রোটোটাইপ থাকলেও এবার সত্যিকার অর্থে এর দেখা পাবেন ক্রেতারা।

মাস্টার সিরিজ জেড৯জি ৮কে এলসিডি ও এ৯জি ৪কে ওএলইডি মানের টিভি সিইএসে প্রদর্শন করেছে সনি। এর মধ্যে জেড৯জি মডেলটি পাওয়া যাবে ৯৮ ইঞ্চি ও ৮৫ ইঞ্চি মাপে আর এ৯জি মডেলের টিভিগুলো পাওয়া যাবে ৫৫, ৬৫ ও ৭৭ ইঞ্চি মাপে।

জেড৯জি মডেলের টিভিতে থাকবে ৩ কোটি ৩০ লাখ পিক্সেল। টিভির উপরে ও নিচে থাকবে দুটি করে স্পিকার। চারটি ফ্রন্ট ফেসিং স্পিকার থাকায় মনে হবে যেন টিভির চরিত্রগুলো সামনে দাঁড়িয়ে কথা বলছে।

৮কে টিভির রেজ্যুলেশন ৪কে টিভির চেয়ে চার গুণ বেশি। তাই ছোট আকারের টিভিতে ৮কে রেজ্যুলেশন দেওয়া হলে প্রযুক্তিটির পরিপূর্ণ ব্যবহার সম্ভব হবে না। তাই ৯৮ ইঞ্চি ও ৮৫ ইঞ্চির টিভিগুলোই ৮কে রেজ্যুলেশনে তৈরি হয়েছে।

সনি দাবি করেছে, টিভিগুলো নির্মাণের জন্য তারা পিকচার প্রসেসর এক্স১ আল্টিমেট ইমেজ প্রসেসর আপডেট করেছে। মাস্টার সিরিজের টিভিগুলো কবে থেকে পাওয়া যাবে বা দাম কেমন হবে সে সম্পর্কে কোনো ধারণা দেয়নি সনি।

অন্যদিকে স্যামসাং এ আয়োজনে দেখিয়েছে মাইক্রোএলইডি টিভি মডিউল। দীর্ঘ প্রতীক্ষার পর এ প্রযুক্তির ডিসপ্লের দেখা মিলেছে। সিইএসে স্যামসাং যে টিভি দেখিয়েছে তা ৭৫ ইঞ্চির। এটিই মাইক্রোএলইডির সবচেয়ে ছোট টিভি যেখানে ৪কে রেজ্যুলেশন রয়েছে।

নতুন মাইক্রোএলইডি পর্দায় ছোট ছোট আলাদা লাখো পিক্সেলের সাহায্যে একটি এলডি তৈরি করা হয়। এরপর আলাদা আলাদা এলইডি জুড়ে তৈরি হয় টিভির বড় পর্দা।

ওএলইডির মতোই ভালো মানের ছবি দেখা যাবে নতুন এই মাইক্রো এলইডিতে।

ভালো মানের ছবির সঙ্গে নতুন এই টিভির আরেকটি সুবিধা হলো এটি মডিউলার। এতে মাইক্রোএলইডি প্যানেলগুলো আলাদাভাবেও কাজ করানো যাবে। যেগুলো একসঙ্গে জুড়ে দিয়ে হবে বড় পর্দা। চাইলে ছোট ছোট পর্দাও বানানো যাবে।

চলতি বছরেই মাইক্রোওএলইডি পর্দার টিভি বাজারে আসবে। তবে নির্দিষ্ট কোন দিন তারিখের কথা জানায়নি স্যামসাং।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads