• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
নতুন তিন আইফোন বাজারে আনবে অ্যাপল

ছবি : সংগৃহীত

টেলিযোগাযোগ

নতুন তিন আইফোন বাজারে আনবে অ্যাপল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৩ জানুয়ারি ২০১৯

চলতি বছর নতুন তিন আইফোন বাজারে আনার পরিকল্পনা করছে অ্যাপল। সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই তিন আইফোনে থাকবে নতুন ক্যামেরা ফিচার। এর মধ্যে সবচেয়ে দামি মডেলটিতে থাকবে তিনটি রিয়ার ক্যামেরা। অন্যদিকে সবচেয়ে কম দামি ফোনটিতে থাকবে দুটি রিয়ার ক্যামেরা।

একটি ফোনে থাকবে এলসিডি ডিসপ্লে। গত বছর বাজারে আসা আইফোন টেন আর-এ একই ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তবে চীনের বাজারে ফোনটি খুব একটা সাড়া ফেলতে পারেনি।

এ প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০২০ সাল থেকে আইফোনে এলসিডি ডিসপ্লের ব্যবহার বন্ধ করে দিতে পারে অ্যাপল। এর পরিবর্তে ব্যবহার করা হতে পারে অর্গানিক এলইডি ডিসপ্লে বা ওএলইডি। এলসিডি ডিসপ্লের তুলনায় ওএলইডি ডিসপ্লেতে ছবি বেশি উজ্জ্বল ও ঝকঝকে দেখা যায়।

যদিও এসব পরিকল্পনার বিষয়ে অ্যাপলের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads