• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
আইএমইআই ডাটাবেজ চালু হচ্ছে আজ

ছবি : ইন্টারনেট

টেলিযোগাযোগ

আইএমইআই ডাটাবেজ চালু হচ্ছে আজ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২২ জানুয়ারি ২০১৯

আমদানি করা বৈধ হ্যান্ডসেট সরকারি তালিকাভুক্ত করতে মোবাইল ফোনের ইন্টারন্যাশনাল মোবাইল স্টেশন ইক্যুইপমেন্ট আইডেনটিটি বা আইএমইআই নম্বরের ডাটাবেজ নিয়ে কাজ করছে বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোটার্স অ্যাসোসিয়েশন (বিএমপিআইএ)।

সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কার্যালয়ে স্থাপিত এই আইএমইআই ডাটাবেজ নিয়ে পরীক্ষামূলকভাবে কাজ করতে শুরু করলেও আজ মঙ্গলবার দুপুরে টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার তা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

এই ডাটাবেজ চালু হলে গ্রাহক জানতে পারবেন তার মোবাইল ফোনের আইএমইআই নম্বরটি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ডাটাবেজে আছে কি নেই? এর জন্য গ্রাহককে তার ১৫ ডিজিটের আইএমইআই নম্বরটি এসএমএস করে সেন্ড করতে হবে ১৬০০২ নম্বরে। ফিরতি এসএমএসে গ্রাহক এ সংক্রান্ত তথ্য পেয়ে যাবেন বিটিআরসির কাছ থেকে।

জানা গেছে, বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোটার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিটিআরসিতে স্থাপিত এই আইএমইআই সংক্রান্ত একটি ডাটাবেজে মোবাইল ফোন অপারেটরদের আমদানি করা সব ফোনের আইএমইআই সংক্রান্ত তথ্য রাখা আছে। একই সঙ্গে মোবাইল ফোন অপারেটরদের নেটওয়ার্কে থাকা আইএমইআইও রাখা হচ্ছে সেখানে।

বিটিআরসির কার্যালয়ে স্থাপন করা হয়েছে এই ডাটাবেজ। আগামী কয়েক মাস চলবে এ সংক্রান্ত কার্যক্রম। এর মধ্যে কয়েক মাস যেসব নতুন হ্যান্ডসেট বৈধভাবে আমদানি করা হবে সেগুলোই ডাটাবেজে ঢুকবে। বাকি কোনো আইএমইআই আর কাজ করবে না।

আর বৈধভাবে বা অবৈধভাবে যেকোনো পদ্ধতিতে দেশে আসুক না কেনো আগামী কয়েক মাসে যেসব আইএমইআই এই ডাটাবেজে ঢুকবে সেগুলো বাতিল না হওয়া পর্যন্ত কাজ করবে। তবে বৈধভাবে আমদানি না করা আইএমইআই থাকা ফোনগুলো কেবল এখন যে সিমের সঙ্গে ব্যবহার হচ্ছে অকেজো না হওয়া পর্যন্ত সেই সিমেই কেবল হ্যান্ডসেটটি চলবে।

সংশ্লিষ্টরা জানাচ্ছেন, এরপর যখন জাতীয় আইএমইআই নিবন্ধন চালু হবে তখন সিমের সঙ্গে আইএমইআইয়ের নিবন্ধনে যুক্ত হয়ে যাবে। আর আগে যেহেতু জাতীয় পরিচয়পত্র দিয়ে সিম নিবন্ধন হয়েছে তখন আইএমইআই, সিম এবং জাতীয় পরিচয়পত্র তিনটি দিয়ে গ্রাহকের পরিচয় নিশ্চিত করা যাবে।

কার্যকর হয়ে গেলে দেশে আর হ্যান্ডসেটের চুরি-ছিনতাই একেবারেই বন্ধ হয়ে যাবে। তাছাড়া অবৈধ আমাদানিও বন্ধ হয়ে যাবে এবং সরকারের রাজস্ব নিশ্চিত হবে। সর্বোপরি মোবাইল হ্যান্ডসেটের ব্যবসায় শৃঙ্খলা ফিরে আসবে।

বলা হচ্ছে, এখন বছরে প্রায় সাড়ে তিন কোটি হ্যান্ডসেট আমদানি হয়। এর বাইরে আরো অন্তত এক কোটি হ্যান্ডসেট আসে অবৈধ পথে, যেগুলো থেকে সরকার কোনো ট্যাক্স পায় না বা নিরাপত্তার দিক দিয়েও সেখানে সমস্যা থেকে যায়।

মোবাইল ফোনের আইএমইআই নম্বর কী?

যারা মুঠোফোন ব্যবহার করেন তারা অনেকেই আইএমইআই নম্বর সম্পর্কে জানেন না। আইএমইআইয়ের অর্থটি হলো দ্য ইন্টারন্যাশনাল মোবাইলস্টেশন ইক্যুইপমেন্ট আইডেনটিটি। প্রতিটা মোবাইল ফোনেই ১৫ ডিজিটের একটি ইউনিক নম্বর থাকে। বিশ্বের যেকোনো ফোনকে আলাদা করে চিহ্নিত করতে ব্যবহার হয় এই নম্বর। ফোন ছাড়া ও টেরিস্ট্রিয়াল নেটওয়ার্ক ব্যবহার করে থাকে এ রকম ডিভাইস যেমন পিসিএমসিআইএ ওয়্যারলেস ইন্টারনেট কার্ড ব্যবহার করা থ্রিজি/ফোরজি ট্যাবলেট, ল্যাপটপেও থাকে এই নম্বরটি।

কীভাবে জানবেন আইএমইআই নম্বর

মোবাইল ফোনে একটি সিম হলে একটি সিরিয়াল নম্বর এবং ডুয়াল সিম হলে দুটি আইএমইআই সিরিয়াল নম্বর থাকে। সব মোবাইল ফোনের বক্সের গায়ে অথবা ফোনের ভেতরে লেখা থাকে এই নম্বর। তবে আপনি চাইলে *#০৬# ডায়াল করেও জেনে নিতে পারেন আপনার ফোনের আইএমইআই নম্বর। তবে নম্বরটি কপি করে রাখা যাবে না। সবচেয়ে ভালো হয় পরে ব্যবহারের জন্য কোথাও লিখে রাখা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads