• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
বাজারে আসছে হুয়াওয়ে ওয়াই সেভেন প্রো ২০১৯

ছবি : ইন্টারনেট

টেলিযোগাযোগ

বাজারে আসছে হুয়াওয়ে ওয়াই সেভেন প্রো ২০১৯

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০২ ফেব্রুয়ারি ২০১৯

নতুন সব ফিচার নিয়ে ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন ওয়াই সেভেন প্রো ২০১৯ দেশের বাজারে আনছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। ভিওএলটিই সুবিধা, ওয়াটারড্রপ নচসহ ডিসপ্লে, দীর্ঘ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি, অল্প আলোতে ফ্রন্ট ফ্ল্যাশ ও এআই ক্যামেরা নিয়ে স্মার্টফোনটি দেশের বাজারে আসছে ১০ ফেব্রুয়ারি।

৬ দশমিক ২৬ ইঞ্চি ডিসপ্লের এ স্মার্টফোনটিতে স্পষ্ট ও ভালো ভিডিও কোয়ালিটি পাওয়া যাবে। এর ওপরে থাকবে ওয়াটারড্রপ নচ। আভিজাত্যের সমন্বয়ে ওয়াই সেভেন প্রো ২০১৯ এমনভাবে ডিজাইন করা হয়েছে যা সবার দৃষ্টি আকর্ষণ করবে। এর মসৃণ টাচস্ক্রিন ও আকর্ষণীয় তিনটি কালার গ্রাহককে দেবে অনন্য অভিজ্ঞতা।

১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরায় গ্রাহক পাবেন তার কাঙ্ক্ষিত সেলফি। রাতে বা অল্প আলোতে ছবি তোলার জন্য থাকছে ফ্রন্ট ফ্ল্যাশ। পেছনে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তা সমর্থিত ১৩ মেগাপিক্সেল ও ২ পিক্সেলের দুটি ক্যামেরা। আর অ্যাপারচার থাকবে ১.৮/এফ।

ফোনটিতে থাকছে চার হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এ ছাড়া চার্জ সংরক্ষণে থাকছে এআই পাওয়ার সেভিংস টেকনোলজি। ফলে দীর্ঘসময় চালিয়েও ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন গ্রাহকরা।

ফোনটিতে ৩ জিবি র্যাম ও ৩২ জিবি রমসহ থাকছে কোয়ালকম ৪৫০ অক্টাকোর চিপসেট। এ ছাড়া এতে ৫১২ গিগাবাইট পর্যন্ত স্টোরেজ কার্ড ব্যবহার করা যাবে। অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও ভিত্তিক ইএমইউআই ৮.২ অপারেটিং সিস্টেমে চলবে স্মার্টফোনটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads