• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
মার্চেই দেশের বাজারে মটোরোলা ওয়াল পাওয়ার

ছবি : সংগৃহীত

টেলিযোগাযোগ

মার্চেই দেশের বাজারে মটোরোলা ওয়াল পাওয়ার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৩ ফেব্রুয়ারি ২০১৯

বাংলাদেশের বাজারে আসছে বহুল প্রতীক্ষিত মটোরোলার নতুন স্মার্টফোন ওয়ান পাওয়ার। মার্চ মাসের প্রথম সপ্তাহে স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। ফোনটির দাম হতে পারে ২৫ হাজার টাকা।

নতুন এ ফোনটির বিষয়ে বাংলাদেশের মটোরোলার ন্যাশনাল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিসের পরিচালক সাকিব আরাফাত জানান, ভারতের বাজারে ব্যাপক চাহিদাসম্পন্ন মটোরোলা ওয়ান পাওয়ারের চাহিদা এখন বাংলাদেশেও। তাছাড়া বাংলাদেশের বাজারে স্মার্টফোনটি কিনতে গ্রাহকদের আগ্রহ থেকেই মটোরোলা ওয়ান পাওয়ার বাজারে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড ওয়ানের সর্বশেষ প্ল্যাটফর্ম অ্যান্ড্রয়েড ওরিও ব্যবহার করা হয়েছে। ফলে আগামী দুই বছর অ্যান্ড্রয়েডের নতুন আপডেট সবার আগে পাবেন স্মার্টফোনটির ব্যবহারকারীরা। এতে থাকছে ৬ দশমিক ২ ইঞ্চি ডিসপ্লে যার রেজ্যুলেশন ২২৪৬ বাই ১০৮০ পিক্সেল। ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬ চিপসেট। এ ছাড়া থাকছে ৪ গিগাবাইট র্যাম ও ৬৪ গিগাবাইট স্টোরেজ স্পেস যা মেমোরি কার্ড ব্যবহারের মাধ্যমে ২৫৬ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। মটোরোলার এই ফোনে আছে ১৬ মেগাপিক্সেল ও ৫ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা। এ ছাড়া আছে এলইডি ফ্ল্যাশসহ ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। দীর্ঘস্থায়ী ব্যাকআপের জন্য ব্যবহার করা হয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads