• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
ফাইভজি নিয়ে গবেষকদের সতর্কতা

ছবি : সংগৃহীত

টেলিযোগাযোগ

ফাইভজি নিয়ে গবেষকদের সতর্কতা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৪ ফেব্রুয়ারি ২০১৯

ফাইভজি প্রযুক্তির নেটওয়ার্ক নিয়ে সারা বিশ্বেই চলছে প্রস্তুতি। চলতি বছরই একাধিক দেশে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক চালুর কথাও রয়েছে। তবে এরই মধ্যে ফাইভজি নিয়ে সতর্ক করলেন একদল গবেষক। বার্লিনের টেকনিক্যাল ইউনিভার্সিটি, ইটিএইচ জুরিখ এবং সিনটেফ ডিজিটাল নরওয়ের এই গবেষক দল জানিয়েছে- ফাইভজি নেটওয়ার্কে রয়েছে ব্যক্তিগত তথ্য চুরির ঝুঁকি। নিরাপত্তা ত্রুটির সুযোগ কাজে লাগিয়ে যেকেউ এই নেটওয়ার্কের মাধ্যমে তথ্য হাতিয়ে নিতে পারবে বলে দাবি তাদের।

ফোরজি নেটওয়ার্কের ওপর পরীক্ষা চালিয়ে এ তথ্য পেলেও তাদের দাবি, ফাইভজি নেটওয়ার্কের ক্ষেত্রেও একই সমস্যা রয়েছে।

গবেষকরা জানান, বিশ্ব জনসংখ্যার তিন ভাগের দুই ভাগ মানুষ তারবিহীন নেটওয়ার্ক সেবা ব্যবহার করে থাকেন। এই সংখ্যক ব্যবহারকারী টেলিকমসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে গ্যারান্টি চেয়ে থাকেন নেটওয়ার্ক নিরাপত্তা ও নিজের তথ্যের গোপনীয়তার বিষয়ে। তবে ফাইভজির ক্ষেত্রে ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষা একটি বড় চ্যালেঞ্জ।

তারা গবেষণা করে ফাইভজি প্রযুক্তিতে একটি নিরাপত্তা দুর্বলতা খুঁজে পেয়েছেন। এটিকে বলা হচ্ছে অথেনটিকেশন অ্যান্ড কী অ্যাগ্রিমেন্ট বা একেএ।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট জেডডিনেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই নিরাপত্তা দুর্বলতার কারণে ফাইভজি তরঙ্গ থেকে হ্যাকাররা ব্যবহারকারীর কল এবং পাঠানো মেসেজ সম্পর্কিত তথ্য চুরি করতে পারে।

তবে আশার কথাও শুনিয়েছেন গবেষকরা। তাদের মতে, ২০১৯ সালের শেষে ফাইভজি চালু হওয়ার আগে এই নিরাপত্তা দুর্বলতা সমাধান করা সম্ভব।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads