• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
স্মার্টফোনের সরবরাহ কমছেই

ছবি : ইন্টারনেট

টেলিযোগাযোগ

বৈশ্বিক স্মার্টফোন বাজার

স্মার্টফোনের সরবরাহ কমছেই

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৫ ফেব্রুয়ারি ২০১৯

২০১৮ সালের চতুর্থ প্রান্তিক শেষেও স্মার্টফোন বাজারে আধিপত্য ধরে রেখেছে স্যামসাং। তবে দ্বিতীয় অবস্থানে থাকা হুয়াওয়েকে পেছনে ফেলে উপরে উঠে এসেছে অ্যাপল। বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

আইডিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্বব্যাপী ৩৭ কোটি ৫৪ লাখ স্মার্টফোন সরবরাহ করেছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো। তবে এ পরিমাণ ২০১৭ সালের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৯ শতাংশ কম। এর ফলে একটানা পাঁচ প্রান্তিক ধরে স্মার্টফোনের সরবরাহ নিম্নমুখী ছিল। সব মিলিয়ে ২০১৮ সালে স্মার্টফোন সরবরাহের পরিমাণ দাঁড়িয়েছে ১ দশমিক ৪ বিলিয়নে, যা আগের বছরের তুলনায় ৪ দশমিক ১ শতাংশ কম।

গত প্রান্তিকে শীর্ষস্থান ধরে রাখা স্যামসাং চতুর্থ প্রান্তিকে সর্বমোট ৭ কোটি ৪ লাখ স্মার্টফোন সরবরাহ করেছে। ১৮ দশমিক ৭ শতাংশ বাজার দখল নিয়ে শীর্ষে রয়েছে প্রতিষ্ঠানটি। একই সময়ে অ্যাপল সরবরাহ করেছে ৬ কোটি ৮৪ লাখ ইউনিট আইফোন। তৃতীয় প্রান্তিকে ১৩ দশমিক ২ শতাংশ মার্কেট শেয়ার থাকলেও চতুর্থ প্রান্তিকে মার্কেট শেয়ার বেড়ে দাঁড়িয়েছে ১৮ দশমিক ২ শতাংশে। এর মাধ্যমে হুয়াওয়েকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে পুনরায় উঠে এসেছে প্রতিষ্ঠানটি।

গত প্রান্তিকে সবচেয়ে বেশি সরবরাহ প্রবৃদ্ধির মুখ দেখা হুয়াওয়ের স্মার্টফোন সরবরাহ ৬ কোটি ৫ লাখ ইউনিটে পৌঁছেছে। বৈশ্বিক স্মার্টফোন বাজারের ১৬ দশমিক ১ শতাংশ দখলে নিয়ে তৃতীয় অবস্থানে জায়গা করে নিয়েছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে অপো ও শাওমির ডিভাইস সরবরাহ যথাক্রমে ২ কোটি ৯২ লাখ ও ২ কোটি ৮৬ লাখ ইউনিটে পৌঁছেছে। এ দুই চীনা ব্র্যান্ড যথাক্রমে বৈশ্বিক স্মার্টফোন বাজারের ৭ দশমিক ৮ ও ৭ দশমিক ৬ শতাংশ দখলে নিয়ে চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে।

আইডিসি বলছে, বৈশ্বিক স্মার্টফোন বাজারে স্যামসাং ও অ্যাপলের স্মার্টফোন সরবরাহের পরিমাণ কমলেও চীনা ব্র্যান্ডগুলোর আধিপত্য বাড়ছে। শক্তিশালী এবং আগ্রাসী ব্যবসায়িক পরিকল্পনা চীনা ব্র্যান্ডগুলোকে প্রতিযোগিতায় এগিয়ে রাখছে। স্মার্টফোন ডিভাইসের গুরুত্বপূর্ণ দুই বাজার চীন ও ভারত। স্থানীয় বাজারের পাশাপাশি ভারতে চীনা ব্র্যান্ডগুলোর উপস্থিতি ক্রমান্বয়ে বাড়ছে। গত বছরের তৃতীয় প্রান্তিকে ভারতের স্মার্টফোন বাজারে স্যামসাংকে হটিয়ে শীর্ষ অবস্থানে জায়গা করে নেয় শাওমি। দেশটির ক্রমবর্ধমান স্মার্টফোন বাজারের ২৭ দশমিক ৩ শতাংশ দখলে নিয়েছে প্রতিষ্ঠানটি।

এছাড়া বাজেট ক্যাটাগরির স্মার্টফোনগুলো উদীয়মান বাজারে সরবরাহ প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিশেষ করে যেসব গ্রাহক ফিচার ফোন ছেড়ে স্মার্টফোন ব্যবহারে আগ্রহী হচ্ছেন, তাদের কাছে কম দামের ও সর্বশেষ প্রযুক্তির স্মার্টফোন ডিভাইস বেশি গুরুত্ব পাচ্ছে। চীনা ব্র্যান্ডগুলো এক্ষেত্রে বেশি এগিয়ে রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads