• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
স্যামসাং স্মার্টফোনে পপআপ ক্যামেরা

ছবি : ইন্টারনেট

টেলিযোগাযোগ

স্যামসাং স্মার্টফোনে পপআপ ক্যামেরা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৫ ফেব্রুয়ারি ২০১৯

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং এবার স্মার্টফোনে পপআপ ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা করছে। সম্প্রতি ফাঁস হওয়া একটি স্মার্টফোনের ফিচার থেকে এ তথ্য জানা গেছে।

আইস ইউনিভার্স নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ফাঁস হওয়া এসব তথ্যে বলা হয়েছে, স্মার্টফোনটির নাম হতে পারে গ্যালাক্সি এ৯০।

টুইটে আরো বলা হয়েছে, স্মার্টফোনটিতে থাকবে ফুল ডিসপ্লে। এতে কোনো নচ থাকবে না। ব্যবহার করা হবে না হোল ক্যামেরা। এর পরিবর্তে থাকবে পপআপ ক্যামেরা।

ডিভাইসটি চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বাজারে আনা হতে পারে। ডিভাইসটির অন্যান্য ফিচার কী হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এতে থাকবে ফ্ল্যাগশিপ প্রসেসর ও ৬ গিগাবাইট র্যাম। ছবি তোলার জন্য পেছনে থাকতে পারে ট্রিপল ক্যাামেরা। দাম হতে পারে এ সিরিজের ফোনের মতোই।

স্যামসাংয়ের ৫জি সমৃদ্ধ গ্যালাক্সি এস১০ ফোনটি উন্মোচন করা হবে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে। ইভেন্টটি চলবে ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। গ্যালাক্সি এস১০-এর তিনটি সংস্করণ আনা হবে বলেও শোনা যাচ্ছে। ফোন তিনটি হলো গ্যালাক্সি এস১০ই, এস১০ ও এস১০ প্লাস। এর মধ্যে তুলনামূলক লো এন্ড কনফিগারেশনের গ্যালাক্সি এস১০ ফোনটি হবে লাইট সংস্করণের।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads