• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
অপোর নতুন স্মার্টফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

ছবি : সংগৃহীত

টেলিযোগাযোগ

অপোর নতুন স্মার্টফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৭ ফেব্রুয়ারি ২০১৯

নতুন একটি স্মার্টফোন বাজারে এনেছে অপো। গতকাল ভারতের বাজারে অপো কে১ মডেলের এই ফোনটি উন্মোচন করা হয়েছে। স্মার্টফোনটির প্রধান আকর্ষণ হিসেবে থাকছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

অপোর নতুন এ স্মার্টফোনে থাকছে স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর। ৪ গিগাবাইট ও ৬ গিগাবাইট র্যামের দুটি ভ্যারিয়েন্টে স্মার্টফোনটি বাজারে পাওয়া যাবে। এর সঙ্গে থাকছে ৬৪ গিগাবাইট স্টোরেজ স্পেস।

স্মার্টফোনটিতে আছে ৬ দশমিক ৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। সেলফি তোলার জন্য থাকছে ২৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এছাড়া আছে ১৬ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেলের দুটি রিয়ার ক্যামেরা। অ্যান্ড্রয়েড ৮.১ ওরিওভিত্তিক কালার ওএস ৫.২ থাকছে ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে।

কানেক্টিভিটি ফিচার হিসেবে আছে ৪জি ভিওএলটিই, ওয়াইফাই, ব্লুটুথ প্রভৃতি। এর ব্যাটারি ৩৬০০ মিলিঅ্যাম্পিয়ার। শুরুতে শুধু ফ্লিপকার্টের মাধ্যমেই স্মার্টফোনটি কেনা যাবে বলে জানিয়েছে অপো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads