• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
চার স্মার্টফোন আনল মটোরোলা

ছবি : সংগৃহীত

টেলিযোগাযোগ

চার স্মার্টফোন আনল মটোরোলা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৯ ফেব্রুয়ারি ২০১৯

স্মার্টফোনের বাজারে সুবিধাজনক অবস্থানে না থাকলেও নতুন করে আরো চারটি স্মার্টফোন বাজারে এনেছে মটোরোলা। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে স্মার্টফোনগুলো উন্মোচন করা হয়েছে। ব্রাজিলের সাও পাওলোতে এ উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করেছিল মটোরোলা।

নতুন চার স্মার্টফোন হলো মটো জি৭, মটো জি৭ প্লাস, মটো জি৭ পাওয়ার এবং মটো জি৭ প্লে। এরই মধ্যে ব্রাজিল এবং মেক্সিকোর বাজারে স্মার্টফোনগুলোর বিক্রিও শুরু হয়েছে। কিছুদিনের মধ্যেই উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ এবং এশিয়ার বাজারে ফোনগুলো ছাড়া হতে পারে।

মটো জি৭-এ থাকছে ৬ দশমিক ২৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬৩২ চিপসেট, ৪ গিগাবাইট র‍্যাম। আছে ৩ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ছবি তোলার জন্য থাকছে ১২ মেগাপিক্সেল ও ৫ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা। সঙ্গে থাকছে একটি ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এর অপারেটিং সিস্টেম হিসেবে রাখা হয়েছে অ্যান্ড্রয়েড ৯.০।

মটো জি৭ প্লাসেও থাকছে ৬ দশমিক ২৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬৩৬ চিপসেট। এছাড়া আছে ৪ গিগাবাইট র‍্যাম আর ৩ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ছবি তোলার জন্য থাকছে ১৬ মেগাপিক্সেল ও ৫ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

মটো জি৭ পাওয়ারে আছে একই সাইজের ডিসপ্লে। তবে এর ডিসপ্লে এইচডি প্লাস। স্ন্যাপড্রাগন ৬৩২ চিপসেটের পাশাপাশি ফোনটিতে আরো থাকছে ৩ গিগাবাইট র‍্যাম। দীর্ঘ সময় ধরে ফোনটি ব্যবহারের সুযোগ দিতে থাকছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। সাথে থাকছে ফাস্ট চার্জিং সুবিধাও। ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে এ ফোনটিতে।

মটো জি৭ প্লে স্মার্টফোনে থাকছে ৫ দশমিক ৭ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। স্ন্যাপড্রাগন ৬৩২ চিপসেট ব্যবহার করা হয়েছে এ ফোনেও। ২ গিগাবাইট র‍্যাম এবং ৩ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে এ ফোনে। ১৩ মেগাপিক্সেল রিয়ার এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে এ ফোনে। এ ফোনের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৯.০ পাই।

মটোরোলা জানিয়েছে, মটো জি৭-এর দাম পড়বে ২৯৯ ডলার। মটো জি৭ প্লাস ২৯৯ দশমিক ৯৯ ইউরো, মটো জি৭ পাওয়ার ২৪৯ ডলার এবং মটো জি৭ প্লে ফোনের দাম ১৯৯ ডলার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads