• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
দেশের বাজারে হুয়াওয়ে ওয়াই নাইন ২০১৯

ছবি : সংগৃহীত

টেলিযোগাযোগ

দেশের বাজারে হুয়াওয়ে ওয়াই নাইন ২০১৯

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১১ ফেব্রুয়ারি ২০১৯

দারুণ সব ফিচার নিয়ে মাঝারি বাজেটের হুয়াওয়ে ওয়াই সেভেন প্রো ২০১৯ দেশের বাজারে উন্মুক্ত করা হয়েছে। দীর্ঘস্থায়ী চার্জের নিশ্চয়তা দিতে স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে চার হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি। চার্জ সংরক্ষণে থাকছে এআই পাওয়ার সেভিংস টেকনোলজি। ফলে দীর্ঘসময় চালিয়েও ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন গ্রাহকরা।

৬ দশমিক ২৬ ইঞ্চির ডিউড্রপ ডিসপ্লের এ স্মার্টফোনটির ভিডিও কোয়ালিটি স্পষ্ট ও উন্নত মানের। ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরায় গ্রাহক পাবেন তার কাঙ্ক্ষিত সেলফি। রাতে বা অল্প আলোয় থাকছে ফ্রন্ট ফ্ল্যাশ। পেছনে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা সমর্থিত ১৩ মেগাপিক্সেল ও ২ পিক্সেলের দুটি ক্যামেরা। আর অ্যাপারচার ১.৮ এফ। সঙ্গে থাকছে ফেস আনলক।

স্মার্টফোনে যারা ভিডিও কন্টেন্ট দেখতে এবং ভিডিও গেম খেলতে অভ্যস্ত, তাদের জন্য আলাদা মাত্রা যোগ করেছে হুয়াওয়ে ওয়াই সেভেন প্রো ২০১৯। এর স্ক্রিন টু বডির অনুপাত রাখা হয়েছে প্রায় ৮৭ শতাংশ, যা ব্যবহারকারীকে গেম খেলা ও ভিডিও দেখার ক্ষেত্রে দেবে অনন্য অভিজ্ঞতা।

ফোনটিতে ৩জিবি র্যাম ও ৩২ জিবি রমসহ থাকছে কোয়ালকম ৪৫০ অক্টাকোর চিপসেট। এ ছাড়া এতে ৫১২ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও ও ইএমইউআই ৮.২ দিয়ে স্মার্টফোনটি চলবে।

মসৃণ টাচস্ক্রিন এবং অরোরা ব্লু, মিডনাইট ব্ল্যাক ও কোরাল রেডের আকর্ষণীয় তিনটি কালারের স্মার্টফোনটি পাওয়া যাবে। এর দাম ধরা হয়েছে ১৬ হাজার ৯৯৯ টাকা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads