• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
আইফোন আপগ্রেড কম হয় ব্যাটারির কারণে

ছবি : সংগৃহীত

টেলিযোগাযোগ

আইফোন আপগ্রেড কম হয় ব্যাটারির কারণে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১১ ফেব্রুয়ারি ২০১৯

আইফোনের চাহিদা কমার অন্যতম কারণ হিসেবে ব্যাটারি রিপ্লেসমেন্ট প্রোগ্রামের কথা জানিয়েছিলেন অ্যাপল প্রধান টিম কুক।

এবার এক গবেষণায়ও একই তথ্য পাওয়া গেছে। বার্নস্টেন নামের এক গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, গড়ে চার বছরে একবার আইফোন কিনে থাকেন ব্যবহারকারীরা। দাম বেশি হওয়াই মূল কারণ। আর ব্যাটারি যদি বছর বছর পাল্টানোই যায় তাহলে ফোন পাল্টে আর কী লাভ?

ফার্মটির বিশ্লেষক টনি সাকোনাগি জানিয়েছেন, বর্তমানে পুরনো ব্যবহারকারীদের মধ্যে ফোন আপগ্রেড করার হার খুবই কম। আপগ্রেডের হার এতটা কম হবে তা বিনিয়োগকারীও বুঝতে পারেননি।

গত অর্থবছরে দেখা গেছে, আইফোন ব্যবহারকারীরা তিন বছরে একবার ফোন কেনেন। এই অর্থবছরে চার বছরে একবার ফোন বদলানোর প্রবণতা লক্ষ করা যাচ্ছে।

ইউবিএসের অপর বিশ্লেষক জানিয়েছেন, এ বছর আইফোনের বিক্রিতে গতি আসার তেমন সম্ভাবনা নেই। বাজারে নতুন আইফোন না আনা পর্যন্ত অ্যাপলের বিক্রি বাড়ার কোনো সম্ভাবনা নেই। এর আগে আয় কমার কারণ হিসেবে ব্যাটারি রিপ্লেসমেন্ট প্রোগ্রাম নিয়ে টিম কুক বলেন, কেউ কেউ এই প্রোগ্রাম চালু না করার পরামর্শ দিয়েছিল। কারণ এর ফলে ক্রেতারা ফোন আপগ্রেড করা কমিয়ে দেবে। কিন্তু আমাদের বিশ্বাস ছিল ক্রেতাদের জন্য এটাই সঠিক।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads