• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
বিকিরণে শীর্ষে শাওমি ও ওয়ানপ্লাস

ছবি : সংগৃহীত

টেলিযোগাযোগ

বিকিরণে শীর্ষে শাওমি ও ওয়ানপ্লাস

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১২ ফেব্রুয়ারি ২০১৯

সব স্মার্টফোন থেকেই কম-বেশি তড়িৎ চুম্বকীয় বিকিরণ হয়। তবে এই বিকিরণ মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। কোন স্মার্টফোন থেকে কত তড়িৎ চুম্বকীয় বিকিরণ হয়, তার একটি তালিকা সম্প্রতি প্রকাশিত হয়েছে। স্ট্যাটিস্টা নামে একটি গবেষণা সংস্থা এ তালিকা প্রকাশ করেছে। জার্মানিতে প্রকাশিত এক প্রতিবেদনে সবচেয়ে বেশি তড়িৎ চুম্বকীয় বিকিরণ হয় এমন ১৬টি স্মার্টফোনের তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় ওপরের দিকে রয়েছে একাধিক শাওমি ও ওয়ানপ্লাস স্মার্টফোন। তবে স্যামসাংয়ের কোনো স্মার্টফোন তালিকায় নেই।

স্ট্যাটিস্টা বলছে, তড়িৎ চুম্বকীয় বিকিরণে শীর্ষে আছে শাওমির মি এ১। এই ফোন ব্যবহারে প্রতি কিলোগ্রামে ১ দশমিক ৭৪ ওয়াট বিকিরণ শোষণ করে। তালিকায় দুই নম্বরে রয়েছে ওয়ানপ্লাস ফাইভ টি। এই ফোনের বিকিরণ শোষণের পরিমাণ ১ দশমিক ৬৮ ওয়াট প্রতি কিলোগ্রাম। তালিকায় তিন ও চার নম্বরে রয়েছে যথাক্রমে মি ম্যাক্স ৩ এবং ওয়ানপ্লাস সিক্স টি। এই দুটি ফোনের বিকিরণ শোষণের পরিমাণ যথাক্রমে ১ দশমিক ৫৮ ও ১ দশমিক ৫৫ ওয়াট প্রতি কিলোগ্রাম।

প্রকাশিত তালিকায় শাওমি ও ওয়ানপ্লাস ছাড়াও জায়গা করে নিয়েছে এইচটিসি, গুগল, অ্যাপল, সনি ও জেডটিইর মতো জনপ্রিয় ব্র্যান্ডের স্মার্টফোনও। তবে উল্লেখযোগ্যভাবে বিকিরণের দিক থেকে প্রথম ১৬টি স্মার্টফোনের তালিকায় স্যামসাংয়ের কোনো স্মার্টফোন দেখা যায়নি। স্যামসাংয়ের সবচেয়ে বেশি বিকিরণ দেখা গেছে গ্যালাক্সি নোট ৮ স্মার্টফোনে। এই ফোনটিতে বিকিরণের পরিমাণ ০ দশমিক ১৭ ওয়াট প্রতি কিলোগ্রাম।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads