• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
মি৯ আনছে শাওমি

ছবি : সংগৃহীত

টেলিযোগাযোগ

মি৯ আনছে শাওমি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৭ ফেব্রুয়ারি ২০১৯

চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি বাজারে আনছে মি সিরিজের নতুন স্মার্টফোন মি৯। আর মাত্র তিন দিন পরই আনুষ্ঠানিকভাবে স্মার্টফোনটি বাজারে আনার ঘোষণা দেওয়া হবে।

সম্প্রতি স্মার্টফোনটির বিভিন্ন ফিচার সংক্রান্ত তথ্য সামনে এসেছে। শুক্রবার শাওমি জানিয়েছে, এই স্মার্টফোনে থাকবে কোয়ালকমের সর্বশেষ চিপসেট স্ন্যাপড্রাগন ৮৫৫। চীনের মাইক্রো ব্লগিং ওয়েবসাইট উইবোতে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন শাওমি প্রধান লেই জুন। এর আগে ডিসেম্বরে উন্মুক্ত হওয়া লেনোভো জেড ফাইভ প্রো জিটি স্মার্টফোনে প্রথম এই চিপসেট দেখা গিয়েছিল।

এ ছাড়া অফিশিয়াল শাওমি প্রোফাইল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মি৯ ফোনের একাধিক ছবি প্রকাশ করা হয়েছে। নতুন ছবিতে গোলাপি রঙে গ্রেডিয়েন্ট ফিনিশে এই ফোন দেখা  গেছে।

সম্প্রতি ইন্টারনেটে ফাঁস হওয়া ছবি দেখে জানা গেছে, মি৯ ফোনের ডিসপ্লের ওপরে থাকবে একটি ছোট নচ। ফোনের পেছনে তিনটি ক্যামেরা দেখা গিয়েছে। এর একটি হবে ৪৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স৫৮৬ প্রাইমারি সেন্সর। সঙ্গে থাকবে একটি ১২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্টার। তৃতীয় ক্যামেরাটি থ্রিডি সেন্সর হিসেবে কাজ করবে।

সেলফি তোলার জন্য ডিসপ্লের ওপরে ছোট নচে থাকছে একটি ২৪ মেগাপিক্সেল সনি আইএমএক্স৫৭৬ সেন্সর।

ইতোমধ্যেই মি৯ ফোনের স্পেসিফিকেশন নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদনেও স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে। অন্যান্য ফিচারের মধ্যে আছে ৬ দশমিক ৪ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ৩৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এই ফোনে ব্যবহার করা হতে পারে অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেম যা শাওমির নিজস্ব এমআইইউআই ১০ স্কিনের ওপর চলবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads