• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
গ্রামীণফোনকে চার শর্ত দিল বিটিআরসি

লোগাে গ্রামীণফোন

ছবি : ইন্টারনেট

টেলিযোগাযোগ

গ্রামীণফোনকে চার শর্ত দিল বিটিআরসি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২০ ফেব্রুয়ারি ২০১৯

গ্রাহকসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোনকে সম্প্রতি এসএমপি (সিগনিফিকেন্ট মার্কেট পাওয়ার) বা তাৎপর্যপূর্ণ বাজার ক্ষমতাসম্পন্ন পরিচালনাকারী হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। এবার অপারেটরটির জন্য করণীয় ও বর্জনীয় ঠিক করে দেওয়ার অংশ হিসেবে চার নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। আগামী ১ মার্চ থেকে এসব নির্দেশনা পালন করতে বলা হয়েছে অপারেটরটিকে।

সোমবার বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিস বিভাগ থেকে তাৎপর্যপূর্ণ বাজার পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণফোনকে এসব নির্দেশনা দেওয়া হয়। বিটিআরসির নির্দেশনায় বলা হয়েছে, গ্রামীণফোনের ক্ষেত্রে এমএনপি লকইন পিরিয়ড ৩০ দিন প্রযোজ্য হবে। যদিও অন্যান্য অপারেটরের ক্ষেত্রে এমএনপি লকইন পিরিয়ড ৯০ দিনই থাকছে।

এ ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে স্বতন্ত্র এবং একক স্বত্বাধিকার চুক্তি সম্পাদন করা থেকেও বিরত থাকতে হবে অপারেটরটিকে। মাসিক কল ড্রপের সর্বোচ্চ হার ২ শতাংশের বেশি হতে পারবে না। দেশব্যাপী কোনো ধরনের মার্কেট কমিউনিকেশন কোনো মাধ্যমে করা যাবে না। গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (তাৎপর্যপূর্ণ বাজার ক্ষমতা) প্রবিধানমালা, ২০১৮-এর প্রবিধান ৮ অনুযায়ী তাৎপর্যপূর্ণ বাজার ক্ষমতাসম্পন্ন পরিচালনাকারীর তথা গ্রামীণফোনের করণীয় ও বর্জনীয় সংক্রান্ত নির্দেশ আগামী ১ মার্চ থেকে প্রতিপালনের জন্য নির্দেশ দেওয়া হলো।

প্রতিযোগিতার মাধ্যমে মানসম্মত সেবা নিশ্চিত করতে গত বছরের ১৪ নভেম্বর এসএমপি প্রবিধানমালা অনুমোদন করে বিটিআরসি। এর মাধ্যমে একচেটিয়া বাজার নিয়ন্ত্রণ করতে পারবে বিটিআরসি। এর অংশ হিসেবে ১০ ফেব্রুয়ারি গ্রামীণফোনকে এসএমপি ঘোষণা করে বিটিআরসি। গ্রাহক ও রাজস্ব দুই ক্যাটাগরিতেই এসএমপিতে পড়ে গ্রামীণফোন। এসএমপি ঘোষিত হতে প্রবিধানমালার যে ৪০ শতাংশ বাজার শেয়ারের সীমা রয়েছে সেখানে এই দুই ক্যাটাগরিতেই জিপির সীমা ছাড়িয়ে গেছে। এসএমপি ঘোষিত হওয়ায় কোনো অপারেটরের একচেটিয়া বাজার নিয়ন্ত্রণ করতে পারে নিয়ন্ত্রক সংস্থা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads