• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
ফোল্ডঅ্যাবল ফোন আনতে পারে অ্যাপলও

ছবি : সংগৃহীত

টেলিযোগাযোগ

ফোল্ডঅ্যাবল ফোন আনতে পারে অ্যাপলও

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৩ ফেব্রুয়ারি ২০১৯

ফোল্ডঅ্যাবল স্মার্টফোনের প্রতিযোগিতায় এবার যোগ হতে পারে অ্যাপলও। প্রতিষ্ঠানের পেটেন্ট আবেদন দেখা গেছে ফোল্ডঅ্যাবল আইফোনের নকশা।

আগের সপ্তাহেই নতুন এই ফোল্ডঅ্যাবল আইফোনের পেটেন্ট প্রকাশ পায়। নথি থেকে দেখা গেছে, ২০১৮ সালের অক্টোবরেই পেটেন্টের জন্য আবেদন করে অ্যাপল। এর থেকে ধারণা করা হচ্ছে, ফোল্ডঅ্যাবল আইফোনের জন্য বেশ কিছুদিন ধরেই পরিকল্পনা করছে প্রতিষ্ঠানঠি। খবর প্রযুক্তি সাইট ভার্জের।

বুধবার আনুষ্ঠানিকভাবে ফোল্ডঅ্যাবল স্মার্টফোন উন্মোচন করেছে স্যামসাং। দুই হাজার মার্কিন ডলারের এই ডিভাইসটি স্মার্টফোনকে নতুন খাতের দিকে নিয়ে যাচ্ছে। এ ছাড়া আগামী সপ্তাহে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ৫জি ফোল্ডঅ্যাবল স্মার্টফোন উন্মোচনের ঘোষণা দিয়েছে হুয়াওয়ে।

অ্যাপলের পেটেন্টে দেখা গেছে, কব্জাযুক্ত একটি পর্দা অর্ধেক বা এক-তৃতীয়াংশ ভাঁজ হবে। পর্দাটি আইফোন, ট্যাবলেট, ল্যাপটপ, পরিধেয় ডিভাইস বা মোবাইল অ্যাকসেসরি যেকোনো ডিভাইসেই ব্যবহার করা হতে পারে।
অ্যাপলের পেটেন্ট আবেদনে বলা হয়, উন্নত ইলেকট্রনিক ডিভাইস আনতে নমনীয় পর্দা প্রযুক্তির ব্যবহার আকাঙ্ক্ষিত হতে পারে।

আপাতত পেটেন্ট আবেদন শুধুই একটি ধারণা। পেটেন্টের জন্য এখনো অনুমোদন পায়নি অ্যাপল। তবে এর থেকে কিছুটা ধারণা অবশ্যই পাওয়া যাচ্ছে যে, ফোল্ডঅ্যাবল আইফোন নিয়ে হয়তো কাজ করছে প্রযুক্তি জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি।

গত বছরের মার্চ মাসে সিএনবিসি’র প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে ফোল্ডঅ্যাবল আইফোন উন্মোচন করতে পারে অ্যাপল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads