• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
ফাইভজি স্মার্টফোন আনল শাওমি

ছবি : সংগৃহীত

টেলিযোগাযোগ

ফাইভজি স্মার্টফোন আনল শাওমি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৬ ফেব্রুয়ারি ২০১৯

ফাইভজি স্মার্টফোন বাজারে আনার হিড়িক পড়েছে নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মাঝে। স্যামসাং, হুয়াওয়ে, অপোর পর এ তালিকায় এবার নাম লিখিয়েছে চীনের অপর স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে স্মার্টফোনটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

মি মিক্স থ্রি ফাইভজি মডেলের স্মার্টফোনটি মূলত গত বছর বাজারে আসা মি মিক্স থ্রির নতুন সংস্করণ। মূল ফোনের সব ফিচার ঠিক রেখে এতে ফাইভজি সুবিধা যোগ করা হয়েছে।

এর ডিসপ্লেতে কোনো পাঞ্চ হোল বা নচ নেই। এর বদলে এতে রয়েছে স্লাইডিং ফ্রন্ট ফেসিং ক্যামেরা। যার কারণে ফোনটির বডি টু স্ক্রিনের অনুপাত ৯৩ দশমিক ৪ শতাংশ রাখা সম্ভব হয়েছে। ফোনটিতে আছে ৬ দশমিক ৪ ইঞ্চি ডিসপ্লে। সর্বমোট এতে চারটি ক্যামেরা রয়েছে। পেছনে আছে ১২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা। সামনে রয়েছে ২৪ ও ২ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটিতে প্রসেসর হিসেবে থাকবে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর ও এক্স৫০ ফাইভজি মডেম। শাওমি জানিয়েছে, ফোনটিতে ২ গিগাবিট পার সেকেন্ড পর্যন্ত ডাউনলিংক স্পিড পাওয়া যাবে। এতে আরো থাকছে ৩৮০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

ফোনটি বাজারে আসবে কালো ও নীল রঙে। এর দাম ধরা হয়েছে ৫৯৯ ইউরো। বাজারে আসবে আগামী মে মাসে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads