• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
সাবব্র্যান্ড চালু করছে অপো

ছবি : সংগৃহীত

টেলিযোগাযোগ

সাবব্র্যান্ড চালু করছে অপো

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১২ মার্চ ২০১৯

চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপো নতুন একটি সাবব্র্যান্ড চালুর ঘোষণা দিয়েছে। সাবব্র্যান্ডের নাম দেওয়া হয়েছে ‘রেনো’। ধারণা করা হচ্ছে, তরুণদের প্রাধান্য দিয়ে এই সাবব্র্যান্ডের অধীনে স্মার্টফোন বাজারে আনা হবে।

অপোর ভাইস প্রেসিডেন্ট শেন ইয়ারেন নতুন এই সাবব্র্যান্ড চালুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন ব্র্যান্ডের নাম নিয়ে প্রথম ফোন বাজারে আসবে আগামী ১০ এপ্রিল। সর্বপ্রথম চীনের বাজারে এটি ছাড়া হবে।

ফোনটিতে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর। গত মাসে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে উন্মোচিত অপোর ১০এক্স অপটিক্যাল জুম প্রযুক্তিরও দেখা মিলতে পারে এতে। ব্যাকআপ দিতে থাকবে ৪০৬৫ এমএএইচ ব্যাটারি। এতে ফাস্ট চার্জিং সুবিধা থাকতে পারে। ফোনটিতে হেডফোন জ্যাকও থাকবে।

এর আগের এক বক্তব্যে শেন ইয়ারেন জানান, এপ্রিলে বাজারে যে ফোন ছাড়া হবে তার ১০ লাখ ইউনিট মজুত আছে। ধারণা করা হচ্ছে, রেনো ব্র্যান্ডের প্রথম ফোনের ব্যাপারেই ইঙ্গিত দিয়েছিলেন তিনি। আগামী মাস থেকেই রেনো ব্র্যান্ডের ফোনটি বাজারে পাওয়া যাবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads