• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
শাওমির নতুন গেমিং স্মার্টফোন

ছবি : সংগৃহীত

টেলিযোগাযোগ

শাওমির নতুন গেমিং স্মার্টফোন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২০ মার্চ ২০১৯

চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি নতুন একটি গেমিং স্মার্টফোন উন্মোচন করেছে। এটি মূলত এর আগে বাজারে আসা ব্ল্যাক শার্কের নতুন সংস্করণ। ব্ল্যাক শার্ক ২ মডেলের নতুন এ গেমিং স্মার্টফোনটি আপাতত চীনের বাজারেই পাওয়া যাবে।

শক্তিশালী এ গেমিং ফোনটিতে আছে ভ্যাপার চেম্বার লিকুইড কুলিং সিস্টেম। লম্বা সময় ধরে গেম খেলা হলেও এই প্রযুক্তির কারণে ফোন অতিরিক্ত গরম হবে না।

ফোনটিতে থাকবে ৬ দশমিক ৩৯ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। এর পেছনে আছে ১২ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা। সামনে আছে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটি পাওয়া যাবে ৬ ও ৮ জিবি র্যাম সংস্করণে। বিল্ট ইন স্টোরেজে আছে ১২৮ জিবি। ১২ জিবি র্যাম সংস্করণটিতে স্টোরেজ থাকবে ২৫৬ জিবি।

প্রসেসর হিসেবে এতে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫। অপারেটিং সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড ৯ পাই। ব্যাটারির শক্তি ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার। এর সঙ্গে থাকবে ২৭ ফাস্ট চার্জিং সুবিধা। এটি পাওয়া যাচ্ছে কালো, নীল ও রুপালি রঙে। ইতোমধ্যে চীনে ফোনটির বিক্রি শুরু হয়েছে। ফোনটির দাম ধরা হয়েছে ৪৮০ ডলার।

এটি শাওমির তৃতীয় গেমিং ফোন। ২০১৮ সালের এপ্রিলে বাজারে আসে প্রতিষ্ঠানটির প্রথম গেমিং স্মার্টফোন ব্ল্যাক শার্ক। অক্টোবরে বাজারে আসে ব্ল্যাক শার্ক হ্যালো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads