• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
পি৩০ আনল হুয়াওয়ে

ছবি : সংগৃহীত

টেলিযোগাযোগ

পি৩০ আনল হুয়াওয়ে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৮ মার্চ ২০১৯

প্যারিস কনভেনশন সেন্টারে জমকালো আয়োজনের মাধ্যমে পি৩০ ও পি৩০ প্রো স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিল হুয়াওয়ে। নতুন এই ফ্ল্যাগশিপটিতে বিশ্বে মোবাইল ক্যামেরা প্রযুক্তির এক নতুন অধ্যায় শুরু হচ্ছে এমন অনানুষ্ঠানিক নানা জল্পনা-কল্পনা ছিল আগে থেকেই। উন্মোচন অনুষ্ঠানে সেটি সত্য প্রমাণ করে দেখানো হলো, বর্তমান বাজারে সবচেয়ে শক্তিশালী ক্যামেরাসমৃদ্ধ ফোন পি৩০ সিরিজের পি৩০ প্রো।

পি৩০ প্রোর পেছনে রয়েছে ৪০, ২০ এবং ৮ মেগাপিক্সেল ক্যামেরা। অ্যাপারচার যথাক্রমে এফ/১.৬, এফ/২.২ এবং এফ ৩.৪। ফ্ল্যাশের নিচে রয়েছে একটি টিওএফ ক্যামেরা। ক্যামেরা সেন্সর হিসেবে নতুন প্রযুক্তি আরওয়াইবি ব্যবহার করা হয়েছে। ফলে ছবি আরো সুন্দর হবে।

আর পি৩০ মডেলটিতে রয়েছে ৪০, ১৬ এবং ৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য পি৩০ ও পি৩০ প্রো উভয় ফোনে রয়েছে এফ/২.০ অ্যাপারচারসমৃদ্ধ ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।

হুয়াওয়ে পি৩০ ফোনে রয়েছে ৬ দশমিক ১ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে, যার রেজ্যুলেশন ২৩৪০ পিক্সেল বাই ১০৮০ পিক্সেল। পি৩০ প্রোতে রয়েছে ৬ দশমিক ৪৭ ইঞ্চি ডুয়েল কার্ভ ওএলইডি ডিসপ্লে। ফোনটির রেজ্যুলেশন ২৩৪০ পিক্সেল বাই ১০৮০ পিক্সেল।

প্রসেসর হিসেবে উভয় ডিভাইসে রয়েছে হাইসিলিকন কিরিন ৯৮০। রয়েছে ১২৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরি এবং মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যাবে। পানিরোধক সুবিধার পাশাপাশি রয়েছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ৯ পাই। হুয়াওয়ে বলছে, ফোন দুটি সাধারণ কোনো ফোন নয়, এটি ক্যামেরা ফোন।

দুটি মডেলেই ডুয়েল সিম সুবিধা রয়েছে। রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ভোল্টি ব্যবহারের সুযোগ। আর দুটি সিমই ফোরজি সাপোর্ট করবে। ব্যাকআপ সুবিধা দিতে রয়েছে পি৩০ ও পি৩০ প্রোতে রয়েছে যথাক্রমে ৩ হাজার ৬৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৪ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

হুয়াওয়ে বলছে, তাদের সুপার চার্জার প্রযুক্তির ফলে ৩০ মিনিটে ৭০ শতাংশ চার্জ হবে তারযুক্ত ৪০ ওয়াট চার্জিংয়ে। এছাড়া পি৩০ প্রো মডেলটি ১৫ ওয়াটের ওয়্যারলেস চার্জার সাপোর্ট করে। অ্যাম্বার সানরাইজ, পার্ল হোয়াইট, অরোরা, কালো রঙে ডিভাইসটি বাজারে পাওয়া যাবে। পি৩০ ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি রমের সংস্করণের দাম ৭৯৯ ইউরো।

এছাড়াও পি৩০ প্রো পাওয়া যাবে তিন সংস্করণে। ৮ জিবি র্যাম ১২৮ জিবি রম ৯৯৯ ইউরো, ২৫৬ জিবি সংস্করণ ১০৯৯ ইউরো এবং ৫১২ জিবি ১২৪৫ ইউরোতে পাওয়া যাবে।

ফোন ছাড়াও এই ইভেন্টে হুয়াওয়ে স্মার্টওয়াচ, ওয়্যারলেস হেডফোন, এয়ারবাড এবং স্মার্ট গ্লাসের ঘোষণা দেয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads