• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
অ্যাপ স্টোর থেকে ডাউনলোড কমেছে

ছবি : সংগৃহীত

টেলিযোগাযোগ

অ্যাপ স্টোর থেকে ডাউনলোড কমেছে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৭ এপ্রিল ২০১৯

চার বছরে প্রথমবারের মতো অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোডের সংখ্যা কমেছে। মরগান স্ট্যানলি ব্যাংক থেকে অ্যাপলের হিসাব বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছেন কেটি হিউবার্টি।

কেটি জানান, ২০১৫ সালের প্রথম প্রান্তিকের পর এবারই প্রথম ডাউনলোডের হার কমেছে। গত বছরের তুলনায় অ্যাপ ডাউনলোডের হার কমেছে ৫ শতাংশ। আইফোনের বিক্রি কমে যাওয়াই এর মূল কারণ। চলতি বছর প্রথম প্রান্তিকে আইফোনের বিক্রি ২০ শতাংশ পর্যন্ত কমবে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে নতুন ফোনের জন্য অ্যাপ ডাউনলোড করার প্রয়োজনও কমে গেছে। এটা অ্যাপলের জন্য খারাপ খবর। কারণ ডিভাইসের বিক্রি কমে গেলেও সার্ভিসের আয় দিয়ে ভারসাম্য রক্ষার কথা চিন্তা করেছিল তারা।

অ্যাপলের সিইও টিম কুক গত নভেম্বরে বিনিয়োগকারীদের বলেছিলেন, কত ইউনিট আইফোন বিক্রি হলো তা প্রকাশ করা বন্ধ করবে অ্যাপল। এর বদলে অ্যাপলের সর্বমোট আয়ের দিকে নজর রাখতে বলেছিলেন তিনি। কারণ বিক্রি কমলেও পুরনো ক্রেতাদের কাছে ভিডিও, গান বিক্রি, আইটিউনস ও অ্যাপ ডাউনলোডের মাধ্যমে আয় বাড়াতে চেয়েছিল অ্যাপল। এর আগে আইফোনের বিক্রি বাড়াতে মাসিক কিস্তিতে ফোন বিক্রির সিদ্ধান্ত নেয় অ্যাপল। কিন্তু বিক্রি বাড়াতে এই কৌশলও কাজে দেয়নি। কারণ যারা মাসিক কিস্তিতে ফোন কেনার ক্ষমতা রাখেন তারা নতুন মডেলের ফোন কেনার প্রয়োজন অনুভব করেন না। আর ফোন যদি কেনেনও তাবে অ্যাপের পেছনে বেশি ব্যয় করেন না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads