• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
তিন ফ্রন্ট ক্যামেরার স্মার্টফোন আনছে এলজি

ছবি : সংগৃহীত

টেলিযোগাযোগ

তিন ফ্রন্ট ক্যামেরার স্মার্টফোন আনছে এলজি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৩ এপ্রিল ২০১৯

তিনটি ফ্রন্ট ক্যামেরার ফোন আনতে পেটেন্ট চেয়েছে এলজি। পেটেন্টটি দাখিল করা হয়েছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অফিসে। দাখিল করা পেটেন্টের স্কেচে দেখা যায়, তিনটি ফ্রন্ট ক্যামেরার পাশাপাশি এতে তিনটি রিয়ার ক্যামেরাও রয়েছে।

ছবিতে আরো দেখা যায়, ডিসপ্লের সামনের অংশের ওপর চওড়া নচ আছে। এর মধ্যেই দেওয়া হয়েছে তিনটি ক্যামেরা। তবে ক্যামেরাগুলো কোনটি কত মেগাপিক্সেলের তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, তিনটি ফ্রন্ট ক্যামেরা সেটআপে থাকবে স্ট্যান্ডার্ড লেন্স, আল্ট্রা ওয়াইড লেন্স ও টাইম অব ফ্লাইট ক্যামেরা (টিওএফ)।

আলাদা গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন থাকলেও হেডফোন জ্যাকের দেখা পাওয়া যায়নি পেটেন্ট স্কেচে। এর আগে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ভি৫০ নামের একটি ফ্ল্যাগশিপ ফোন আনার ঘোষণা দেয় এলজি। ফোনটির সঙ্গে স্কেচের ডিজাইনের মিল রয়েছে। ভি৫০ ফোনে আছে ৬ দশমিক ৪ ইঞ্চির ডিসপ্লে। ফোনটিতে রয়েছে ৮ ও ৫ মেগাপিক্সেলের ডুয়েল সেলফি ক্যামেরা। পেছনে আছে ১২, ১২ ও ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। ব্যাকআপের জন্য রয়েছে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এলজি ভি৫০ ফোনটি বাজারে আসবে আগামী প্রান্তিকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads