• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
বাজারে এলো অপো এফ১১

ছবি : সংগৃহীত

টেলিযোগাযোগ

বাজারে এলো অপো এফ১১

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৫ এপ্রিল ২০১৯

প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের বাজারে এফ১১ প্রো নিয়ে আসার অল্প কয়েকদিনের মধ্যেই এ স্মার্টফোনে থাকা ‘ব্রিলিয়ান্ট লো লাইট পোর্ট্রেট’ ফিচার ও ‘আল্ট্রা-হাই স্ট্যান্ডার্ড’ ৪৮ ও ৫ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সিস্টেমের কল্যাণে ‘পোর্ট্রেট এক্সপার্টের তকমা পেল স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড অপো।

নিজেদের ইতোমধ্যেই অতুলনীয় ‘সেলফি এক্সপার্ট’ হিসেবে প্রতিষ্ঠা করার পর ব্র্যান্ডটি বর্তমানে নিজেদের উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধিতেই নজর দিয়েছে স্মার্টফোনে ‘পোর্ট্রেট ফটোগ্রাফিতে’। সর্বাধুনিক উদ্ভাবনী ক্যামেরা প্রযুক্তি সমৃদ্ধ এ মডেলটিতে থাকা লো লাইট পোর্ট্রেট ফটোগ্রাফি মোডে স্বল্প আলোতেও স্মার্টফোনটি নিখুঁত ছবি ধারণে সক্ষম। আর এটি সম্ভব হয়েছে ফোনটিতে থাকা আল্ট্রা ক্লিয়ার ইঞ্জিনের সাহায্যে অল্প আলোতেও ছবিতে স্কিন-টোন বাড়িয়ে দেয়ার মাধ্যমে।

বড় ইমেজ সেন্সর, প্রশস্ত অ্যাপারচার আর কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতার সমন্বয়ে ঝকঝকে হাই রেজ্যুলেশনে ছবি তুলতে সক্ষম অপো এফ১১ প্রো। স্বল্প আলোয় ‘ব্রিলিয়ান্ট পোর্ট্রেট’ ফটোগ্রাফির সুবিধা ছাড়াও নিখুঁত সেলফি ধারণে ফ্রন্ট ক্যামেরায় স্থাপন করা হয়েছে রাইজিং ক্যামেরা প্ল্যাটফর্ম। নচবিহীন এ ফোনটিতে রয়েছে দুর্দান্ত প্যানারোমিক ফুলস্ক্রিন।

অপো এফ১১ প্রো স্মার্টফোনটিতে রয়েছে চার হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৬ গিগাবাইট র্যাম। থান্ডার ব্ল্যাক ও অরোরা গ্রিন এ দুটি কালার ভ্যারিয়েশনে ৩৬ হাজার ৯৯০ টাকায় এই ফোনটি পাওয়া যাবে সারা দেশের অপো আউটলেটগুলোতে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads