• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
ভ্যাসের জন্য মোবাইল অপারেটরের লাইসেন্স লাগবে

ছবি : সংগৃহীত

টেলিযোগাযোগ

ভ্যাসের জন্য মোবাইল অপারেটরের লাইসেন্স লাগবে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৯ মে ২০১৯

ভ্যালু অ্যাডেড সার্ভিস বা ভ্যাস কার্যক্রম পরিচালনা করতে মোবাইল অপারেটরদের আলাদা লাইসেন্সের প্রয়োজন হবে। এতদিন পর্যন্ত মোবাইল সেবা প্রদানের জন্য বিদ্যমান লাইসেন্সের মাধ্যমেই অপারেটরগুলো ভ্যাস সেবা প্রদান করে আসছিল।

বর্তমানে ভ্যাসের বাজার প্রায় হাজার কোটি টাকার। ডিজিটাইজেশনের দিকে দেশ এগিয়ে যাওয়ায় এ বাজার আরো বড় হচ্ছে।

মোবাইল ফোন অপারেটরগুলোকে লাইসেন্স পেতে হলে এ সেবার জন্য আলাদা উইং চালু করতে হবেও বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সব মোবাইল ফোন অপারেটরগুলোকে সম্প্রতি চিঠি দিয়ে বিষয়টি অবহিত করেছে। যত দ্রুত সম্ভব অপারেটরগুলোকে এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে অনুমোদন নিতেও নির্দেশনা দেওয়া হয়েছে।

মোবাইল ফোন অপারেটরগুলোর ভয়েস, এসএমএস ও ইন্টারনেট সেবার বাইরে অন্য যে কোনো সেবাই নিয়মানুসারে ভ্যাস বলে উল্লেখ করেছে কমিশন।

অন্যদিকে টেলিকম ভ্যাস বা টিভ্যাস বলে বিটিআরসির একটি নীতিমালা রড়েছে। এতে যে কাউকে টিভ্যাস সেবা দেওয়ার জন্য সরকারের কাছ থেকে লাইসেন্স নেওয়ার বাধ্যবাধকতা আছে।

টিভ্যাস নীতিমালায় বলা আছে, কোনো বিদেশি কোম্পানি টিভ্যাস সংক্রান্ত ব্যবসার ৭০ শতাংশের বেশি মালিক হতে পারবে না। স্থানীয় পর্যায় থেকে ন্যূনতম ৩০ শতাংশ মালিকানা থাকতে হবে।

তবে মোবাইল ফোন অপারেটরগুলোর জন্য নীতিমালায় একটি ‘বিশেষ’ সুযোগ রাখা হয়েছে। এর আওতায় অপারেটরগুলোকে লাইসেন্স দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads